আজ ডাঃ মোঃ আনোয়ার হোসেন’র তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ডাঃ মোঃ আনোয়ার হোসেন’র তৃতীয় মৃত্যুবার্ষিকী - ajkerparibartan.com
আজ ডাঃ মোঃ আনোয়ার হোসেন’র তৃতীয় মৃত্যুবার্ষিকী

4:10 pm , June 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আজ ৯ জুন বরিশালের বিশিষ্ট চিকিৎসক, সমাজ সেবক ও গরিবের ডাক্তার নামে সু পরিচিত এবং যিনি বিশ্ব মহামারি করোনাকালীন সময় সেবা দিতে রোগীদের পাশে দাড়িয়ে নিজ জীবন বিসর্জনকারী ডাঃ মোঃ আনোয়ার হোসেন’র তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে তিনি মৃত্যু বরণ করেন। তাকে হাড়িয়ে আজো কাদঁছেন তার পরিবার, অত্মিয়-স্বজন, বন্ধু, গরীব রোগী আর রাহাত আনোয়ার হাসপাতালের সেই সকল কর্মকর্তা ও কর্মচারীরা। ২০২০ সালে দেশ জুড়ে যখন করোনা মহামারি সৃস্টি হয় তখন তিনি ঘরে বসে ছিলেন না। করোনার প্রকোপ শুরুর পর নগরীর স্বনামধন্য চিকিৎসকরা লাপাত্তা হলেও একদিনের জন্যও রোগী সেবায় পিছপা হননি তিনি। সামনের সারিতে নিজের প্রতিষ্ঠিত হাসপাতালে রোগীদের সেবা দেন ডা. মোঃ আনোয়ার হোসেন। অতঃপর তিনি অসুস্থ্য হয়ে পরেন। ২০২০ সালের ৭ জুন রাতেই তার অসুস্থ্যতা বাড়তে থাকে। ৮ জনু সকাল থেকে তার শ্বাস কষ্ট শুরু হয়ে যায়। মুহুর্তের মধ্যে তাকে হাসপাতালে দেখতে ছুটে আসেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাসুম আহম্মেদ। সিটি স্ক্যান’র রিপোর্ট দেখে তাকে জরুরী ভিত্তিতে আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। ওই দিন তার পরিবার তাকে গুরুতর অসুস্থ অবস্থায় বিকেলে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যায় উন্নত চিকিৎসার জন্য। প্রথমে নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। কিন্তু বেড খালি না থাকায় ফিরে যেতে হয়। এরপর নেওয়া হয় সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও একই অবস্থা। এদিকে তার অবস্থার দ্রুত অবনতি হয়। পরে তাকে ঢাকার বাড্ডা এলাকায় এএমজেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১০ জুন মঙ্গলবার সকালে নগরীর বান্দ রোডের রাহাত-আনোয়ার হাসপাতাল চত্বরে ডা. আনোয়ার হোসেনের প্রথম নামাজে জানাজা এবং বেলা ১২টায় ঝালকাঠীর বিনয়কাঠী ইউনিয়নের নাক্তা গ্রামের আজিজিয়া নূরানী মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পরিবারিক গোরস্থানে মা মরহুমা হালিমা বেগমের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। ডাঃ মোঃ আনোয়ার হোসেন করোনায় আক্রান্ত হতে পারেন বলে নিজে থেকেই তার সন্দেহ ছিলো। তবে প্রাথমিক অবস্থায় নমুনা পরীক্ষা করা হয়নি। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত হওয়া যায়। ডাঃ মোঃ আনোয়ার হোসেন ছিলেন ঝালকাঠী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, রাহাত আনোয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাউথ এ্যাপোলো (প্রাঃ) লিমিটেড’র পরিচালক, সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতি বরিশাল শাখার কোধাদক্ষ, বরিশাল ক্লিনিক এ্যাড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বরিশাল আউর্বেদি মেডিকেল কলেজের পরিচালক, বরিশালস্থ বিণয়কাঠী কল্যান সমিতির সভাপতি, বরিশাল প্রাইভেট প্রাক্ট্রিশনার এসোসিয়েশনের (বিপিএমপি) এর আহ্বায়ক, বরিশাল ক্লাবের সদস্য, মানপাশা শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, কর্ণকাঠী জিআর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশালের আজকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার প্রকাশক ছিলেন তিনি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। এদিকে তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায়ে এ বছরও তার প্রতিষ্ঠিত রাহাত আনোয়ার হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। আগামীকাল ৯ জুন সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত বরিশালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের সেবা দিবেন। সেই সাথে এই মেডিকেল ক্যাম্পে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পূন্ন ফ্রি ঘোষনা করা হয়েছে। এছাড়া ডাঃ মোঃ আনোয়ার হোসেন’র রুহের মগফিরাত কামনায় জন্মাবাদ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT