জেলা মহিলা শ্রমিক লীগের সম্পাদক হলেন ফারজানা বিনতে ওহাব জেলা মহিলা শ্রমিক লীগের সম্পাদক হলেন ফারজানা বিনতে ওহাব - ajkerparibartan.com
জেলা মহিলা শ্রমিক লীগের সম্পাদক হলেন ফারজানা বিনতে ওহাব

4:09 pm , June 8, 2023

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন বাবুগঞ্জের কৃতি সন্তান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।
গত ৭ জুন বুধবার বাংলাদেশ মহিলা
শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তার এ কমিটির অনুমোদন দেন।
ফারজানা বিনতে ওহাব ছাত্রজীবন থেকেই পিতার আদর্শ নিয়ে রাজনীতিতে জড়িয়ে পরেন। তিনি বাবুগঞ্জ উপজেলা পরিষদের একাধিকবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান, বরিশাল জেলা পরিষদের সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ বাবুগঞ্জ উপজেলা শাখার কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। তিনি শিক্ষা,সংস্কৃতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। ফারজানা বিনতে ওহাব ইতিপূর্বে বরিশাল বিভাগ ও জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন। তিনি একজন সফল জনপ্রতিনিধি। বিভিন্ন দূর্যোগ,মহামারী কিংবা আপদকালীন সময়ে বাবুগঞ্জের মানুষের জন্য নিবেদিত একজন সমাজকর্মী। ফারজানা বিনতে ওহাব বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান, বাবুগঞ্জের প্রবাদ পুরুষ, মুক্তিযুদ্ধের বেইজ কমান্ডার মরহুম আঃ ওহাব খানের কন্যা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT