4:08 pm , June 8, 2023
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয়পার্টির লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আশংকা বৃদ্ধি পাচ্ছে। আমরা কোন সামাজিক সংগঠনের কাছে কর্মসূচি করতে গেলে সেই সংগঠনকে নিষেধ করা হচ্ছে। সাধারণ মানুষের জনরোষ যদি তৈরি হয়ে যায় তাহলে রক্ষা নেই। বৃহস্পতিবার (০৮ জুন) সকালে নগরীর বাকলার মোড় এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার তাপস আরও বলেন, তারা (সংগঠকরা) বলে সরকারি দলের চাপ আছে। আপনাকে ভোট দেবো কিন্তু কোন কর্মসূচি করতে পারবো না। জনগণের মূল্যবান সম্পদ ভোট, সেই ভোট কতকাল জোর করে নেবে? এটা কিসের আলামত? বরিশালে কি হচ্ছে? এই নির্বাচনে যদি কারচুপি করার চেষ্টা করে তাহলে তা দেশের মানুষসহ বিশ্বের কাছে জানিয়ে দেবো। বরিশালের মানুষকে নিয়ে আন্দোলন করবো। এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এসএম রহমান পারভেজসহ স্থানীয় নেতৃবৃন্দ। আগামী ১২ জুন নগরীর ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫৮ বর্গকিলোমিটারের এই নগরীতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। এছাড়া পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।