নগরীর ভোট কেন্দ্রে ক্যামেরা স্থাপন চলছে নগরীর ভোট কেন্দ্রে ক্যামেরা স্থাপন চলছে - ajkerparibartan.com
নগরীর ভোট কেন্দ্রে ক্যামেরা স্থাপন চলছে

4:06 pm , June 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী শনিবারের মধ্যে বরিশাল সিটি নির্বাচনে সকল কেন্দ্র ও কক্ষে ক্যামেরা স্থাপন শেষ হবে। বুধবার থেকে ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ক্যামেরা স্থাপন কমিটির আহবায়ক ও নেছারবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিন শরীফ। তিনি বলেন, গত বুধবার থেকে বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রে সিসি টিভি কামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী শনিবারের মধ্যে ক্যামেরা স্থাপনের লক্ষ্য নির্ধারন করা হয়েছে। রোববার ট্রায়াল দেয়া হবে। তিনি জানান, নির্বাচনে ৮৯৪ টি ভোট কক্ষে ভোট গ্রহন করা হবে। প্রতিটি ভোট কক্ষে একটি করে এবং প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুইটি করে ক্যামেরা স্থাপন করা হবে। এতে মোট ১ হাজার ১৪৬ টি ক্যামেরা থাকবে। বরিশাল সিটি নির্বাচনের ভোট আগামী ১২ জুন। এতে ৭ মেয়র, ১১৯ জন সাধার ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা অংশ নিচ্ছে। মোট ভোটার হলো ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী ভোটার রয়েছে। প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং যন্ত্রের (ইভিএম) মাধ্যমে নগরীর ৩০ টি ওয়ার্ডে ভোট গ্রহন করা হবে। এরআগে গত ২৯ মে দেড় হাজার ইভিএম এসে পৌছেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT