আমাদের আরেকবার সুযোগ দিন নৌকায় ভোট দিন -এ্যাড. নানক আমাদের আরেকবার সুযোগ দিন নৌকায় ভোট দিন -এ্যাড. নানক - ajkerparibartan.com
আমাদের আরেকবার সুযোগ দিন নৌকায় ভোট দিন -এ্যাড. নানক

4:05 pm , June 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা ১৪ দলের নেতৃবৃন্দের প্রতি অতীত ভুলে ঐক্যবদ্ধভাবে খোকন সেরনিয়াবাতকে জয়ী করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমাদের আরেকবার সুযোগ দিন, নৌকায় ভোট দিন।
বৃহস্পতিবার বরিশাল ক্লাবের ক্যাফেটিরিয়ায় ১৪ দলের নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময়কালে এ আহবান জানান। এ সময় এ্যাড. নানক বলেন “কি হয়েছিল, কেন হয়েছিল সেগুলো নিয়ে আর টানাটানি না করে আসুন আমরা খোকন সেরনিয়াবাতকে কীভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী করতে পারি সে বিষয়ে পরামর্শ দিয়ে পরষ্পরকে সহযোগিতা করি। এ সময় ১৪ দলের শরীকদের জাসদ ও ন্যাপ বরিশাল নেতৃবৃন্দের অভিযোগের উত্তরে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাসিম বলেন, আমরা আসলে আপনাদের কষ্ট দিতে চাইনি বলেই প্রথমদিকে আপনাদের ডাকিনি। কিন্তু এই শেষের দু’দিন আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা আশা করছি। নাসিম আরো বলেন, আগামী ১০ জুন বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আমরা ঐক্যবদ্ধ ভাবে একটি মিছিল করতে চাই। আপনাদের সমন্বয়ে বিকাল পাঁচটায় এই মিছিল বের করা হবে।
বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদের প্রার্থী খোকন সেরনিয়াবাত নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি গঠিত সাংগঠনিক টিমের সদস্যদের উপস্থিতিতে এই বৈঠকের নেতৃত্ব দেন এ্যাড. জাহাঙ্গীর কবির নানক।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক তালুকদার মো. ইউনুস।
প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, হাতপাখা প্রার্থীকে কে কত টাকা দিয়েছে বা দেয়নি তা আমাদের আলোচ্য নয়। আমাদের প্রার্থী, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী খোকন সেরনিয়াবাত কীভাবে এই নির্বাচনে জয়ী হবেন, হাতে আরো দু’দিন রয়েছে। এই দুদিনে আমাদের করনীয় বিষয় আলোচনাই জরুরী।
নানক বলেন, আমরা ১৪ দলের নেতৃবৃন্দ বরিশালে যারা আছেন তাদের সাথে নিয়ে প্রতিটি মানুষের দুয়ারে খোকন সেরনিয়াবাত এর জন্য ভোট চাইবো। আমরা বরিশালবাসীর কাছে আরেকটি সুযোগ চাইবো। আমাদের আর একবার সুযোগ দিন এবং নৌকা প্রতীকে ভোট দিন।
সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ, কার্যনিবার্হী সদস্য মো: আনিসুর রহমান, মো. গোলাম কবির রাব্বানী চিনু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জাসদের এ্যাড. আব্দুল হাই মাহবুব, ওয়ার্কার্স পার্টির এ্যাড. শেখ মো টিপু সুলতান, সাম্যবাদী দলের আব্দুর রাজ্জাক প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT