শক্ত অবস্থানে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মজিদা বোরহান শক্ত অবস্থানে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মজিদা বোরহান - ajkerparibartan.com
শক্ত অবস্থানে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মজিদা বোরহান

3:59 pm , June 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত ০৬ নং আসনে (১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ড) ভোটের পরিসংখ্যানে শক্ত অবস্থানে আছেন সাবেক কাউন্সিলর মজিদা বোরহান। নির্বাচনী এলাকার বিভিন্ন স্তরের জনগণ ও ভোটারদের সাথে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে। তিনি জিপ গাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
১৬ নম্বর ওয়ার্ডের ভোটার ও ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা নীলরং সিস্টেমস’র চেয়ারম্যান মো. আবদুল হাই ও স্কুল শিক্ষক শায়লা রহমান লুনা জানান, মজিদা বোরহানকে একজন ভালো মানুষ হিসেবেই আমরা জানি। তিনি আমাদের কাছে ভোট চাইতে এসেছেন। আমরা তার কথা ও কাজে মিল খুঁজে পেয়েছি। সেকারণে আমরা পরিবারের সবাই মিলে তাকেই ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
১৭ নম্বর ওয়ার্ডের ভোটার গৃহিনী জেসমিন আক্তার বলেন, মজিদা বোরহানকে আমরা বিগত দিনেও কাউন্সিলর হিসেবে পেয়েছি। তার ব্যাপারে আমাদের এলাকার ভোটারদের ইতিবাচক ধারণা রয়েছে। আমরা এবার তাকেই স্বপরিবারে সমর্থন করবো।
১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উম্মে সালমা লুসি ও সীমা হালদার বলেন, করোনাকালে মজিদা বোরহান ও তার ছেলে মেয়েরা যেভাবে এলাকার অসহায় মানুষের জন্য কাজ করেছে তা এই এলাকার মানুষ ভুলবেনা। আমরা তাকে জিপ গাড়ি মার্কায় ভোট দেবো।
বরিশাল  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মজিদা বোরহান এবং তাঁর সন্তানেরা মানবিক চেতনায় গড়ে উঠেছেন।
করোনাকালীন লকডাউনের কঠিন সময়ে মজিদা বোরহানের পুরো পরিবার অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেবা  পৌঁছে দিয়েছেন। কখনো রান্না করা খাবার, কখনো ত্রাণ ও খাদ্য সামগ্রী, আবার কখনো নগদ অর্থ দিয়ে মানুষের পাশে ছিলেন তারা।
করোনাকালে বরিশাল নদী বন্দরে পথশিশুদের নিয়মিত খাবার পরিবেশন করতো সংবাদ কর্মীদের মানবিক সহায়তা সংগঠন ‘উদ্যোগ’। সেই উদ্যোগের সাথে থেকেও সহযোগিতা করেছন মজিদা বোরহানের ছেলে- মেয়েরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT