বানারীপাড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে অভিযোগ বানারীপাড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে অভিযোগ - ajkerparibartan.com
বানারীপাড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে অভিযোগ

3:59 pm , June 7, 2023

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া উপজেলার ৬নং বাইশারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সরোয়ার ফরাজীর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার জন্য লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বুধবার বাইশারী ইউরিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে একটি লিখিত অভিযোগ করেণ ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গির হোসেন ও ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুম বেপারী। লিখিত অভিযোগে জানা যায, বাইশারী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধরণ সম্পাদক মো. সরোয়ার ফরাজী অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তার আচার-আচরণে দলীয় নেকাকর্মীসহ সাধারণ মানুষ অতিষ্ঠ। এভাবে সংগঠন চলতে থাকলে ১নং ওয়ার্ডের দলীয় শৃঙ্খলার ওপরে বিরূপ প্রভাব পড়বে। সরোয়ার ফরাজীর বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা না নিলে তার অসামাজিক কার্যকলাপের দাযভার অদূর ভবিষ্যতে দলের নির্দোষ নেতাকর্মীদের উপর বর্তাবে বলে স্থানীয় আওয়ামী লীগের সাথারণ কর্মী ও সমর্থকরা মনে করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT