3:58 pm , June 7, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বরিশাল নগরীকে আমরা সম্প্রীতির মডেল নগরী হিেেব গড়ে তুলতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে ‘সম্প্রীতি পরিষদ’ গঠন করা হবে। রাজনৈতিক সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির লক্ষ্যে রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং সকল রাজনৈতিক প্রতিনিধিদের পরামর্শক্রমে সিটি কর্পোরেশন পরিচালনা করা হবে ইনশাআল্লাহ।
গতকাল বুধবার বিকেলে নগরীর বাজার রোড এলাকায় গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন মুফতী ফয়জুল করীম। বিকেলে নগরীর ২নং ওয়ার্ডের বাঁশের হাট, নাজিরের পুল, আকন ভিলা, ৯নং ওয়ার্ডের পোর্ট রোড ব্রীজ, ৬নং ওয়ার্ডের পিয়াজপট্টি, ১৯নং ওয়ার্ডের কালিবাড়ী রোড ও ১৬নং ওয়ার্ডের বাউনকম্পাউন্ড এলাকায় হাতপাখার পক্ষে গণসংযোগ করেন মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।