বাড়ি করতে চাঁদা লাগবে না -খোকন সেরনিয়াবাত বাড়ি করতে চাঁদা লাগবে না -খোকন সেরনিয়াবাত - ajkerparibartan.com
বাড়ি করতে চাঁদা লাগবে না -খোকন সেরনিয়াবাত

3:56 pm , June 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, বরিশালে ১০ বছরে কোন উন্নয়ন হয়নি। কোন দাতা সংস্থা সাহায্য করেনি। সরকার থেকেও কোন বরাদ্দ আনতে পারেনি। এখানে চলাতে গেলে দুর্গন্ধ আসে। মানুষের বসবাসের অনুপযোগী হয়ে গেছে। বিগত ১০ বছরে বরিশাল সিটি কর্পোরেশনে এমন কোন জন প্রতিনিধি আসেনি যিনি কিনা যোগ্য ছিলেন। যোগ্যতা না থাকায় কোন উন্নয়নই করতে পারেনি। মঙ্গলবার  রাত ৮ টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টিয়াখালি আনসার উদ্দিন মল্লিক কলেজ মাঠে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি আরো বলেন, হিংসা বিদ্বেষ দিয়ে মানুষকে জয় করা যায়না। মানুষকে জয় করতে হয় ভালবাসা দিয়ে। আমি সৌহার্দ্যপূর্ন সম্পর্কে বিশ^াস করি। আপনারা আমার উপর বিশ^াস রাখতে পারেন। আমি অবশ্যই সেই বিশ^াসের মর্যাদা দেবো। আমার কাছে সব ওয়ার্ডই সমান। নির্বাচিত হলে এ শহরের সড়কের যেখানেই বেহাল দশা সেখানেই সংস্কার করা হবে। বাড়ির প্ল্যান যত দ্রুত করতে পারেন তার ব্যবস্থা করা হবে। বাড়ি করতে চাঁদা লাগবেনা। ট্যাক্সের যে বিড়ম্বনা আছে তা সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে। সিটি কর্পোরেশন রাষ্ট্রের প্রতিষ্ঠান। আর রাষ্ট্রের মালিক জনগণ। তাই বরিশাল সিটি কর্পোরেশনের মালিক হবে জনগণ। তিনি আরো বলেন, নগরীর পানি সরবরাহ ব্যবস্থাকে স্থায়ী সমাধান করা হবে। জলাবদ্ধতারও সমাধান করা হবে। নদীকে করা হবে মানুষের ব্যবহার উপযোগী। বরিশালকে আধুনিকভাবে গড়ে তুলতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হবে। খোকন সেরনিয়াবাত উপস্থিত সকলের উদ্যেশ্যে বলেন, মাদকের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। মাদক মানুষের বিবেককে ধ্বংস করে দেয়। এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। তাই নির্বাচিত হলে বরিশার থেকে মাদক নির্মূল করা হবে। বন্ধ করা হবে চাঁদাবাজি।
ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এর সভাপতিত্বে উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. আফজালুল করিম, কেবিএস আহম্মেদ কবির, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান খান, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আসাদুজ্জামান সুমন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আবুয়াল হোসেন অরুন, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহিন খান আজাদ, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রেশমি বেগম, সোমা বেগম ও সেলিনা আজাদ।
এর আগে বিকেলে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাচিপ) এর আয়োজনে নৌকা মার্কার সমর্থনে নগরীর সিটি কলেজ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। সংগঠনের জেলা সভাপকি অধ্যাপক মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাধারন সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT