বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা - ajkerparibartan.com
বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

3:55 pm , June 7, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলা পৌর শহরের একটি বেকারী ও একটি মিষ্টান্ন বিক্রেতা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ছিলেন ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মুহম্মদ আরাফাত হুসাইন। বিএসটিআই এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে, মোড়কজাতকরণ সনদ ব্যতিত পণ্য বিক্রয় করায় কাচা বাজার রোডের মেসার্স ইসমাইল বেকারী থেকে ২০ হাজার ও মেসার্স খিদমাহ মিষ্টান্ন ভান্ডার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিএসটিআইয়ের পরিদর্শক মহসীন রাব্বানী ও ফিল্ড অফিসার আক্তারুজ্জামান জনি প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT