3:53 pm , June 7, 2023
বরগুনা সংবাদদাতা ॥ বরগুনায় পেটের সাথে জোড়া অবস্থায় জমজ কন্যার জন্ম হয়েছে। বুধবার দুপুরে অস্ত্রপচারের মাধ্যমে তাদের জন্ম হয়। বরগুনার সেফা ডিজিটাল ডায়াগনস্টিক ক্লিনিকে তাদের অস্ত্রপচার করেন গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার ফাতেমা ডরোথী । বরগুনার বকুলতলা গ্রামের বাসিন্দা গৃহবধূ মাহমুদার (২৩) শিশু দুইটির জন্ম দিয়েছেন। শিশুদের বাবা মো. বাদশা মিয়া একজন গার্মেন্টস কর্মী।
চিকিৎসক ডরোথী বলেন, অস্ত্রপচারের পূর্বে মাহমুদার গর্ভে দুইটি বেবি আছে সেটা নিশ্চিত হয়েছি। কিন্তু বেবি দুইটি জোড়া আছে সেটা নিশ্চিত ছিলাম না। তবে মা ও বাচ্চা দুটি বেশ সুস্থ আছে। জোড়া বাচ্চা দুটির বিষয় বলেন উন্নত চিকিৎসার মাধ্যমে আলাদা করা সম্ভব। শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে তাদের সঠিক চিকিৎসার ব্যয় তার বাবার পক্ষে সম্ভব নয়। তারা প্রধানমন্ত্রীসহ বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।