4:26 pm , June 6, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর পক্ষে বরিশাল জেলা ও মহানগর যুব মহিলা লীগের উদ্যোগে মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরের একটি কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাধারন সম্পাদক শারমিন সুলতানা লিলি। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক নেত্রী কামরুন্নাহার সুমি, এমবি কানিজ, জাকিয়া জামান নিপা, রাফিয়া আক্তার মির্জা, ইশাত কাশফিয়া ইরা, মাসুমা আক্তার পলি, তাসলিমা আক্তার, মিতু আক্তার, সাবরিনা ইতি, রাবেয়া আক্তার, শেখ লাবনি, মনিরা মিম ও আমিনা আক্তার রাত্রি সহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়ার সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তিলোত্তমা সিকদার উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আবুল খায়ের আব্দুল্লাহ সাবেক সফল মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিচ্ছবি। তাকে বরিশালবাসীর জন্য মনোনীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নির্বাচিত হলে বরিশাল হবে উন্নয়নের রোল মডেল। বরিশালকে আর পিছিয়ে থাকতে হবেনা। এখানে সরকারের বরাদ্দও যেমন আসবে তেমনি সহায়তা আসবে দাতা সংস্থাগুলোর। বিশেষ করে তিনি নারী বান্ধব নগরী করবেন। পরে জেলা ও মহানগর যুব মহিলা লীগের ব্যানারে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর স্ত্রী লুনা আব্দুল্লাহর নেতৃত্বে নগরীর সদর রোডে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নৌকা মার্কার সমর্থনে মিছিল বের করেন। মিছিলটি জিলা স্কুল মোড় থেকে শুরু হয়ে সদর রোড ও গীর্জা মহল্লা ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।