বান্দরবানে নিহত সেনা সদস্যের পরিবারের জন্য নির্মিত ভবন হস্তান্তর বান্দরবানে নিহত সেনা সদস্যের পরিবারের জন্য নির্মিত ভবন হস্তান্তর - ajkerparibartan.com
বান্দরবানে নিহত সেনা সদস্যের পরিবারের জন্য নির্মিত ভবন হস্তান্তর

3:45 pm , June 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য চট্রগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাবাহিনীর জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের পরিবারের জন্য নির্মিত ভবন হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার পটুয়াখালী সদর উপ?জেলার টাউন বহালগাছিয়া ১নং ওয়া?র্ডে তার বাড়িতে নির্মান করা ভবনের চাবি হস্তান্তর করেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়ার মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা (আরসিডিএস, এনডিসি, পিএসসি)। চাবি গ্রহণ করেন নিহত সেনার স্ত্রী সাবিনা ইয়াসমিন। এ সময় তার দুই ছেলে, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন  ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার লে. কর্নেল হাবিবুর রহমান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২ ফেব্রুয়ারী শহীদ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান বান্দরবান রিজিয়নের  রুমা জোনে কর্মরত থাকাকালীন জেএসএসপন্থি   সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। সে ১৯৯২ সালে সেনাবাহিনীর ইষ্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেছিলেন। সেনাবাহিনীতে যোগদানের পর ৩০ বছরের চাকরি জীবনে মেধা ও যোগ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ন ইউনিট ও সংস্থায় সততার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশপ্রেম ও কর্তব্য নিষ্ঠার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার আত্মত্যাগের স্বীকৃতি স্বরুপ সেনাবাহিনীর পক্ষ থেকে তার স্ত্রী এবং দুই পুত্র সন্তানের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করণে সহায়তা করতে চার তলা ভিত্তির উপর এক তলার নির্মাণ কাজ সম্পন্ন করা ভবন হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT