4:11 pm , June 5, 2023
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে তারুলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন তালুকদার পরিবারের বিভিন্ন প্রজাতির শতাধিক বনজ-ফলজ গাছ কেটে ফেলেছে স্থানীয় প্রতিপক্ষ। গত শনি ও রবিবার দিবাগত রাতে এ ঘটনায় বাধা দিতে গিয়ে কালাম তালুকদার (৬৫) আহত হয়েছে। এ ঘটনায় ১২ জনকে আসামী করে ঝালকাঠি থানায় দ্রুত বিচার আইনে অভিযোগ দায়ের করলেও পুলিশ মামলা গ্রহন করেনি বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানাগেছে, তালুকদার বাড়ীর লোকেরা সদর উপজেলার তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের ৬৫ শতাংশ জমি দান করার পর তাদের অবশিষ্ট ১০ শতাংশ জমিতে কয়েকশত বনজ ও ফলজ গাছ ছিল। ওই জমি দখল করার জন্য গত ৪ জুন স্থানীয় জাহাঙ্গীর হাওলাদার, লাবু সিকদার, সোহেল সিকদার, শিমুল সিকদার, মজিবর মোল্লা, বাদল মোল্লা, জালাল সিকদার, মাইনুল হাওলাদার, রুমান হাওলাদার, শাহজাহান হাওলাদার, আশরাফুজ্জামান স্বপন সিকদার ও তারুলী মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী রায়হান তালুকদারসহ ২০/৩০জন শতাধিক বনজ-ফলজ গাছ কেটে ফেলে।
এ সময় কালাম তালুকদার, তার স্ত্রী হেপী বেগম, ভাই কুদ্দুস তালুকদারের স্ত্রী শারমিন বেগম ও নুরুল আলম তালুকদারের স্ত্রী শাহানুর বেগম ছুটে এসে তাদের বাধা প্রদান করলে তাদের সাথে বাকবিতন্ডা ও ধ্বস্তাধ্বস্তি হয়। পরে তার ৯৯৯ নাম্বারে ফোন দিলে ঝালকাঠি থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত করাত, লাঠিসোটা জব্দ করে।
পরের দিন ৫জুন রবিবার সকালে তারা ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা গ্রহন করেনি। উপরন্তু রবিবার রাতে প্রতিপক্ষরা পুনরায় আরো কিছু বনজ-ফলজ গাছ কেটে ফেলে বলে অভিযোগে জানাযায়।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকছেদ আলী খন্দকার জানান, বিদ্যালয়ের মাঠের পাশের জমিতে থাকা তাল গাছ, চাম্বল গাছ, মেহেগনি, সুপারী গাছসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। কে বা কারা এগাছ কেটেছে সে ব্যাপারে তিনি কিছুই জানেনা।
এ ব্যাপারে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন কালে তারুলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এড. খান সাইফুল্লাহ পনির বলেন, রাতে আধারে এভাবে কারো গাছ কেঠে ফেলা অত্যন্ত ন্যক্কারজনক। যে বা যারাই এঘটনায় জড়িত থাকুক তদন্তপূর্বক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।