তাপদাহ উপেক্ষা করে গণসংযোগে প্রার্থীরা তাপদাহ উপেক্ষা করে গণসংযোগে প্রার্থীরা - ajkerparibartan.com
তাপদাহ উপেক্ষা করে গণসংযোগে প্রার্থীরা

4:07 pm , June 5, 2023

আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক ॥ ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের বাকী আর মাত্র ৬দিন। ১০ই জুন মধ্যরাতে সব প্রচার প্রচারণা বন্ধ হবে। তাই ৫৮ বর্গকিলোমিটারের সিটি করপোরেশন এলাকার ৩০টি ওয়ার্ডে গণসংযোগের ব্যস্ততা আরো বেড়েছে সব প্রার্থীদের। গত প্রায় ১০দিন ধরে জেলায় চলছে প্রচ- তাপদাহ। এই তাপদাহ উপেক্ষা করেই বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের চারজন মেয়র প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকলের মনেই শঙ্কা যদি শেষমুহুর্তে নির্বাচন সুষ্ঠু হয়েই যায়, তাহলে সাধারণ ভোটারদের ভোট অবশ্যই প্রয়োজন হবে। আর তাইতো নগরীর প্রায় তিন লাখ ভোটারের দুয়ারে ছুটছেন তারা। সোমবার সকাল থেকে প্রচারণায় নেমেছেন চারজন মেয়র প্রার্থী। জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নতুন বাজার থেকে বিএম কলেজ এলাকায়, টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান ফলপট্টি ও চকবাজারে, কেডিসি ও চাঁদমারী কলোনী এলাকায় নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ও হাতপাখা প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম গণসংযোগ করেন।  দুপুর দেড়টায় খোকন সেরনিয়াবাত বৈঠক করেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে।  বরিশালে এই মুহুর্তে তাপদাহ চলছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। অথচ গরমের তীব্রতা যেন চৈত্র মাসের চৈতন্যকেও হার মানিয়েছে। যদিও এটাও জৈষ্ঠ্যমাস। কাঠালপাকা গরমের তাপ মানুষের শরীরতো সেদ্ধ করবেই। এই গরমে ঘামে জবুথবু দশায় প্রার্থীদের প্রচারণা থেমে নেই। বেলা বাড়ার সাথে সাথে গরমের তীব্রতা যেমন বাড়ে, তেমনি প্রার্থীদের প্রচারণাও বাড়তে থাকে নগরজুড়ে।  এদিকে দুপুরে বিএম কলেজে জাতীয় পার্টির প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মহসিন উল ইসলাম হাবুলের সাথে নির্বাচন কমিশনার আহসান হাবিব এর বাগবিতন্ডা হয়েছে বলে জানা গেছে। ঐ সময় বিএম কলেজে বৈঠক করছিলেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এখানে মেয়র প্রার্থী মোট সাতজন হলেও প্রচার প্রচারণা ও নগরবাসীর আলোচনায় রয়েছেন চারজন প্রার্থী। এছাড়াও কাউন্সিলর প্রার্থী ১১৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৪২ জন নারী রয়েছেন।
জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন  তাপস বলেন, নগরবাসীর সাথে কথা বলে  বুঝেছি তারা আর নৌকায় পা দিতে চান না। তবে এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনে বাঁধা হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তাপস বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদি যে নগরবাসী আমাকেই তাদের সেবার জন্য বেছে নিবেন।
এদিকে একইসময় সকালে পোর্ট রোড, ফলপট্টি ও চকবাজার এলাকায় টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুল আহসান প্রচারণা চালিয়েছেন। সম্প্রতি বিএনপি থেকে তাকে আজীবনের বহিষ্কার করা হয়েছে।
সকালে নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত চাঁদমারি এলাকায় গণসংযোগ শেষে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন। খোকন সেরনিয়াবাত বলেন, আমি ক্ষমতা লোভী নই। ক্ষমতার লোভ থাকলে অনেক আগেই আপনারা আমাকে দেখতে পেতেন। সে সুযোগ আমার ছিলো।
খোকন বলেন, প্রধানমন্ত্রী আমাকে বরিশাল নগরবাসীর প্রয়োজনে, বরিশাল সিটির উন্নয়নের জন্য মহৎ উদ্দেশ্য নিয়ে দলীয় মনোনীত প্রার্থী করে পাঠিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT