4:05 pm , June 5, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বরিশালে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বরিশাল মহিলা ক্লাব থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ”।
র্যালি শেষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান বলেন, মানবসৃষ্ট বিভিন্ন উপায়ে আমরা প্রতিনিয়ত পরিবেশ দূষণ করছি। প্লাস্টিক সামগ্রী ভেঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হবার পর যে ক্ষতিকর রাসায়নিক নিঃসৃত করে তা প্রাণীদেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে। পরিবেশ দূষণকে আরও বেশি সমস্যাসংকুল করে তুলেছে প্লাস্টিকজাত পণ্যের অপরিকল্পিত ব্যবহার। প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যবসায়ী, ভোক্তাসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের ফেলে দেয়া প্লাস্টিক সামগ্রী নদ-নদীর মাধ্যমে সাগরে প্রবেশ করছে আর মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে মাছের শরীরে ঢুকে যাচ্ছে। বিজ্ঞানীরা আশংকা করছেন ২০৫০ সালের মধ্যে সাগরে মাছের চেয়ে প্লাস্টিক বেশি থাকবে।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশালের সমন্বয়কারী মোঃ রফিকুল আলম, বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ.এইচ. এম রাসেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।