আমি ক্ষমতা লোভী নই : আবুল খায়ের আমি ক্ষমতা লোভী নই : আবুল খায়ের - ajkerparibartan.com
আমি ক্ষমতা লোভী নই : আবুল খায়ের

4:04 pm , June 5, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, আমি ক্ষমতা লোভী নই। ক্ষমতার লোভ থাকলে অনেক আগেই আপনারা আমাকে দেখতে পেতেন। সে সুযোগ আমার ছিলো।  ৫ জুন সোমবার জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন আইনজীবী ও সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও তার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আফজালুল করিম। আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজের সভাপতিত্বে সঞ্চালনার দায়িত্বে ছিলেন আইনজীবী সমিতির সম্পাদক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন মুন্সি। খোকন বলেন, প্রধানমন্ত্রী আমাকে বরিশাল নগরবাসীর প্রয়োজনে, বরিশাল সিটির উন্নয়নের জন্য মহৎ উদ্দেশ্য নিয়ে দলীয় প্রার্থী করে পাঠিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে এসেছি। নগরবাসীদের সাথে নিয়ে সারাদেশে চলমান বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বরিশাল সিটিকে একটি আধুনিক সমৃদ্ধশালী, স্মার্ট ও নতুন বরিশাল হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থন দিয়ে এ নগরের উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন।নৌকা প্রতীকের প্রার্থী বলেন, আমি আপনাদের সাথে কোন মিথ্যার আশ্রয় নেবো না। আমি নির্বাচিত হলে রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান বরিশাল সিটি কর্পোরেশন সকলের জন্য উম্মুক্ত করে দেয়া হবে। ২৪ ঘন্টা নাগরীক সেবা প্রদানে দৃষ্টান্ত হিসেবে বরিশালকে নিয়ে মানুষ গর্ব করবে। শুধু আপনাদের দোয়া এবং নৌকা মার্কার সমর্থনই এসব সম্ভব হবে বলে বলে জানান খোকন সেরনিয়াবাত।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT