4:00 pm , June 4, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বছরের পর বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে প্রতিটি আন্দোলন সংগ্রামে ভূমিকা থাকার পরও সিনিয়র হতে পারেননি বরিশাল নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপির দুই যুগ্ম আহবায়ক। সম্প্রতি গঠিত ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটিতে ২নং যুগ্ম আহবায়ক করা হয় আলমগীর হোসেন সান্টুকে এবং ৬নং যুগ্ম আহবায়ক করা হয় হায়দার আলী খানকে। জুনিয়রদের সাথে রাজনীতি করতে অনীহার কারনে তারা দুইজন পদ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন। গতকাল রবিবার সান্টু বলেন, স্কুল থেকে তার রাজনীতিতে হাতে খড়ি। এরপর বিভিন্ন সময় দলের বিভিন্ন পদের দায়িত্বে ছিলেন। রাজনীতির করার কারনে একাধিক মামলাও হয়েছে তার বিরুদ্ধে। কিন্তু তারপরও রাজনীতি ছাড়েননি। দলীয় প্রতিটি কর্মসূচীতে স্বক্রিয় ছিলেন। যৌবনের বড় একটি সময় রাজনীতি ব্যয় করলেও সেখান থেকেই কিছুই পাননি। সর্বশেষ ওয়ার্ড কমিটি গঠন করা হয়। সেখানে ১নং যুগ্ম আহবায়ক যাকে করা হয়েছে সে সান্টুর চেয়ে অনেক ছোট। কিন্তু নেতৃবৃন্দের সুপারিশে তাকে ওই পদ দেয়া হয়। মূুল কমিটি গঠনের সময় তাকে ভালো পদ দেয়া হবে বলে শান্তনা দেয়া হয়। তিনি আর শান্তনা নিয়ে থাকতে চান না। এ কারনে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সান্টু। একই সময় সান্টুর সাথে উপস্থিত ছিলেন ৬নং যুগ্ম আহবায়ক হায়দার আলী খান। তিনি অভিযোগ করেন জিয়াউর রহমানের জাগো দল থেকে রাজনীতি শুরু করেন। দীর্ঘ সময় ওয়ার্ডের বিভিন্ন পদের দায়িত্বে ছিলেন। সর্বশেষ ওয়ার্ড কমিটিতে তাকে ৬নং যুগ্ম আহবায়ক করা হয়। এ কারনে তিনিও পদত্যাগের ঘোষনা দিয়েছেন।