নগরবাসীর কাছে ৩০টি উল্লেখযোগ্য প্রতিশ্রুতি দিয়ে তাপসের ইশতেহার ঘোষণা নগরবাসীর কাছে ৩০টি উল্লেখযোগ্য প্রতিশ্রুতি দিয়ে তাপসের ইশতেহার ঘোষণা - ajkerparibartan.com
নগরবাসীর কাছে ৩০টি উল্লেখযোগ্য প্রতিশ্রুতি দিয়ে তাপসের ইশতেহার ঘোষণা

3:55 pm , June 4, 2023

বিশেষ প্রতিবেদক ॥ ডিজিটাল বাতি, রাতের নিরাপত্তা, ফ্রি চিকিৎসা সেবা, বিশুদ্ধ সুপেয় পানি, নারী শিশু হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও নগর উন্নয়ন কমিটি গঠনসহ ৩০টি জনগুরুত্বপূর্ণ সেবা কার্যক্রমের প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।
৪ জুন রবিবার সকালে বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে এসময় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। অনুষ্ঠানের শুরুতে সমাজ সেবামূলক কার্যক্রমের জন্য প্রকৌশলী তাপসের হাতে সাউথ এশিয়া বিজনেস লিডারশীপ  পদক ও তার সহধর্মিণী ইসমত আরা ইকবাল এর হাতে  শেরেবাংলা স্মারক সম্মাননা পদক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
ইশতেহার ঘোষণা শেষে  সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তাপস বলেন, এই ইশতেহার বাস্তবায়ন মোটেই কঠিন কিছু নয়। এখানে কিছু কিছু বিষয় আছে যা হয়তো দীর্ঘ মেয়াদী।
তাপস বলেন, একজন মেয়র এটা শুরু করলে, তাকেই যে শেষ করতে হবে এমনতো কথা নয়, শুরু হলে তা শেষ হবেই।
এসময় তাপস অভিযোগ তুলে বলেন, স্থানীয় প্রশাসন অতি উৎসাহী হয়ে এই নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করছে। তারা সরাসরি একটি পক্ষের হয়ে কাজ করছে। এখানে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
তাপস বলেন, নির্বাচন কমিশন আইনানুযায়ী একজন মেয়র প্রার্থীর তিন থানায় তিনটি অফিস থাকতে পারে। সেখানে বড় একটি দলের কতগুলো অফিস? নগরীর খাল, সড়ক দখল করে তাদের নির্বাচনী কার্যালয় হয়েছে এবং মোটরসাইকেল, গাড়িবহর নিয়ে তাদের  প্রচারণা চলছে। এটা কি নির্বাচনী আইনে পরেনা প্রশ্ন তুলে এই প্রশাসনের রদবদল দাবী করেন প্রকৌশলী তাপস। এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, বিশিষ্ট সমাজ সেবক মাহবুব আলম, আমজাদ হোসেন, ইসমত আরা ইকবাল সহ প্রমুখ।
নির্বাচনী ইশতেহারে উল্লেখযোগ্য অন্যান্য প্রতিশ্রুতি হচ্ছে : বরিশাল সিটি কর্পোরেশন উৎপাদনমুখী মেগা সিটিতে পরিণত করা। প্রশস্ত রাস্তা নির্মাণ ও জনসাধারণের হাঁটার জন্য ফুটপাথের ব্যবস্থা করা। রাস্তা-ঘাট নির্মাণের দরপত্রে শতভাগ স্বচ্ছতার নিশ্চয়তা।
শহরের ঐতিহ্যবাহী খালসমূহ খনন ও সংস্কার করে পুনরুদ্ধারসহ দুপাড়ে সৌন্দর্য্য বর্ধন ও ফুটপাত নির্মাণসহ জনসাধারণের হাঁটার রাস্তা নির্মাণ করা। শহরের ঐতিহ্যবাহী দিঘি ও পুকুর সংস্কার করে পরিবেশ বান্ধব করে গড়ে তোলা।
আধুনিক ব্যবস্থাপনায় সূর্যোদয়ের পূর্বে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিকীকরণ ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা । প্রত্যেক ওয়ার্ডে কম খরচে/ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করা। প্রতিটি মহল্লা ও সড়কে ডিজিটাল বাতি স্থাপন করা।
শহরের প্রতিটি মহল্লায় রাতে পাহারার ব্যবস্থা ও নিরাপত্তা গেট নির্মাণ করা। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ইংরেজি মাধ্যম স্কুল প্রতিষ্ঠা এবং ছাত্র-ছাত্রীদের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা।
সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন করা। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আধুনিক কম্পিউটার কারিগরি প্রতিষ্ঠান তৈরি করে বেকার।
যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে আউট সোর্সিং কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরন।
সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা।
নগরে অবস্থিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে আধুনিকরণ করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান নিশ্চিত করা। ওয়ার্ডে কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা ও সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র গড়ে তোলা।
প্রতিটি ওয়ার্ডে সাংস্কৃতিক ক্লাব ও খেলাধুলার মাঠ প্রতিষ্ঠা করা। নগরের গুরুত্বপূর্ণ স্থানসমূহকে সংস্কার ও আধুনিকরন করা ও স্কুল সমূহে শিশুদের জন্য
শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করা। নগরের গুরুত্বপূর্ণ স্থানে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা। কীর্তনখোলার তীরঘিরে ভ্রমণ, আধুনিক ওয়াকওয়েসহ পার্ক গড়ে তোলা।
বরিশালে পর্যটন হোটেল-মোটেল নির্মাণ ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা।  মাদক নির্মূল করা ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা ।
ধর্মীয় স্থানসমূহ সংরক্ষণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা। বরিশাল সিটিকে সবুজায়ন করার প্রকল্প গ্রহণ করা।
শহরের বিভিন্ন পেশার ব্যক্তিদের সমন্বয়ে উন্নয়নের লক্ষ্যে কমিটি গঠন করা । বয়স্ক নাগরিকদের অগ্রাধিকারভিত্তিক সুযোগ-সুবিধা ও সেবা চালু করা।
নগরের বর্ধিত এলাকায় পরিকল্পিত আধুনিক আবাসন ও রাস্তাঘাট নির্মাণ, সুপেয় পানি, বিদ্যুৎ সহ সকল প্রকার নাগরিক সুবিধা প্রদান করা হবে। বরিশাল সিটিকর্পোরেশনের অন্তর্গত অনুন্নত কলোনী বা বাস্তহারা বাসিদের সকল প্রকার নাগরিক সুবিধার আওতায় আনা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT