3:45 pm , June 4, 2023
বিশেষ প্রতিবেদক ॥ আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নৌকা প্রতীকের বাহক আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে জয়ী করতে জরুরী অভ্যন্তরীণ বৈঠক করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দকে নিয়ে নির্বাচন কৌশল, সমস্যা ও করণীয় বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক শেষে সকলের বক্তব্য শোনার পর প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক বলেন, বহু ধরনের সংকটের মধ্য দিয়ে নির্বাচন কমিটির কাজ শুরু হয়েছে। এখানে অনেক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দকে। তিনি বলেন, সামগ্রিক ভাবে মূল দলের অনেক দুর্বলতা রয়েছে। এগুলোকে পাশ কাটিয়ে ৩০ টি ওয়ার্ডে কাজের গতি আরো বাড়াতে হবে। সবাইকে সমান প্রতিদ্বন্দ্বি ভাবতে হবে। মহিলা টিম বৃদ্ধি করতে হবে। কেন্দ্রীয় নেতারা যারা মাঠে কাজ করছেন তাদের এক জায়গায় থাকার একটা ব্যবস্থা হলে সবচেয়ে ভালো হবে।
এ সময় জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের যখন যাকে পাওয়া যাবে তাদের নিয়ে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন।
তিনি বলেন, মনে রাখতে হবে একতার বিকল্প নেই। আমাদের সব ভুলে ঐক্যবদ্ধভাবে এই বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে জয়যুক্ত করতে হবে।
যুবলীগ আয়োজিত রবিবার বিকাল তিনটায় সদর রোড আওয়ামী লীগ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাকসুদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, দপ্তর সম্পাদক এবিএম রাসেলসহ বরিশাল মহানগরীর ৩০ ওয়ার্ডে দায়িত্বরত কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নেতৃবৃন্দ গত ৩০ মে থেকে বরিশালে অবস্থান করছেন ও নগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে খোকন সেরনিয়াবাত এর নির্বাচন পরিস্থিতি পর্যালোচনা করছেন। তারা ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেয়া ও নারীকর্মী বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এতে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন, সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।