বরিশাল সিটি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -এমপি টিপু বরিশাল সিটি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -এমপি টিপু - ajkerparibartan.com
বরিশাল সিটি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -এমপি টিপু

4:26 pm , June 3, 2023

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ জাতীয় পার্টির প্রার্থী প্রেসিডিয়াম সদস্য ও বরিশালÑ৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেছেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসকে বিজয় করার লক্ষ্যে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে কাজ করবে জাতীয় পার্টি। তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ ও সম্মিলিতভাবে কাজ করলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের প্রাথী বিজয়ী হবে।’
গোলাম কিবরিয়া টিপু বলেন, ইঞ্চিনিয়ার ইকবাল হোসেন তাপসের লাঙ্গল প্রতীকে বিজয়ী করার জন্য আমরা সর্বাত্মক ও সম্মিলিতভাবে নির্বাচনীয় প্রচারনা আরও বেগবান ও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। তাই উপজেলা জাতীয় পার্টির বিশেষ বধিত সভা করা হয়েছে। শনিবার বিকালে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ সভা হয়। বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুকিতুর কিসলু সভাপতিত্ব করেন। সভায় মেয়র প্রাথী ইকবাল হোসেন তাপস বলেন, সুষ্ঠু ভোট গ্রহন হলে জাতীয়পার্টির বিজয় সুনিশ্চিত। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিভিন্ন সভায় প্রচার করছেন তার ভাতিজা মেয়র হয়ে বরিশালে কোনো উন্নয়ন করেনি। তিনি বরিশালে মেয়র হলে ভাতিজার ন্যায় কোনো উন্নয়ন হবে না। আমি বরিশালে মেয়র হলে বরিশাল শহর হবে উৎপাদনমূখী শহর। বর্তমানে আওয়ামীলীগ দুইভাগে বিভক্ত রয়েছে। জাতীয়পার্টির মধ্যে কোনো বিভেদ নাই। বরিশালের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়। তিনি এ সময় বাবুগঞ্জ, মুলাদী ও উজিরপুরের জাতীয় পার্টি নেতাকর্মীরা তার নির্বাচনে প্রচার প্রচারনায় সর্বাতœ¡কভাবে এগিয়ে আসার আহ্বান জানান। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার চলছে। কেউ কেউ নিজের মনের মাধুরি দিয়ে নিউজ করাচ্ছে। নির্বাচনী আচরণবিধি মেনে চলার দল জাতীয় পার্টি। আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদের মাঝে কোনো বিভেদ নেই।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুলাদী জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বরিশাল জেলার জাপার নেতা এ্যাডঃ আঃ জলিল, যুবসংহতির আহ্বায়ক মোঃ হেমায়েত, জাপা নেতা মামুন খলিফা প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT