নিরাপদ শহরের প্রতিশ্রুতি দিয়ে হাতপাখায় ভোট চাইছেন ফয়জুল নিরাপদ শহরের প্রতিশ্রুতি দিয়ে হাতপাখায় ভোট চাইছেন ফয়জুল - ajkerparibartan.com
নিরাপদ শহরের প্রতিশ্রুতি দিয়ে হাতপাখায় ভোট চাইছেন ফয়জুল

4:25 pm , June 3, 2023

বিশেষ প্রতিবেদক ॥ সততা শান্তির নিশ্চয়তা নিন হাতপাখায় ভোট দিন – শ্লোগানে বরিশালে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রচারণা চালাচ্ছেন নগরীর বিভিন্ন এলাকা ও মসজিদে। ৩ জুন নগরীর মহসিন মার্কেট থেকে প্রচারণা শুরু করে ভাটারখাল, মুক্তিযোদ্ধা পার্ক, স্টিমারঘাট এলাকায় নিরাপদ শহরের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাতে দেখা গেছে হাতপাখা প্রতীকের এই প্রার্থীকে। তিনিও নগরবাসীকে দিচ্ছেন বিশুদ্ধ পানির নিশ্চয়তাসহ আধুনিক বরিশাল গড়ার প্রতিশ্রুতি।
ফয়জুল করীম বলেন, আমি নির্বাচিত হলে কীর্তনখোলার পানিকে পরিশোধন করে সুপেয় ও বিশুদ্ধ পানি পৌঁছে দেব প্রতিটি ঘরে। ফলে পৃথকভাবে টিউবওয়েল বসানোর প্রয়োজন হবে না কারো। আর হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে আনা হবে। যৌক্তিক ও প্রয়োজনের অতিরিক্ত কোনো অপব্যয় থাকবে না বলে জানান ফয়জুল করীম।
৩ জুন বরিশালের ১০ নং ওয়ার্ডে প্রচারণা শেষে ডিসিঘাট শাহী জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন ফয়জুল করীম। এসময় তিনি নিরাপদ শহরের প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের ডাক দিয়েছে। সে লক্ষ্যে আমরা রাজনৈতিক ও ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমে বরিশালকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর ফয়জুল করীম আরো বলেন, আমি নির্বাচিত হলে আর কিছু হোক বা না হোক সাধারণ মানুষের কষ্ট থাকবে না,  দুর্নীতিমুক্ত বরিশাল হবে ইনশাআল্লাহ।
নিজের সম্পর্কে তিনি বলেন, আমি আপাদমস্তক একজন মুসলমান। ইসলামি লেবাসে আমার চলাফেরা। আমি না চাইলেও নবী রাসুলের নাম মুখে এসেই যায়।
তিনি বলেন, যারা এটা নিয়ে কথা বলছে, খোঁজ নিয়ে দেখুন তারা বেশিরভাগ হয় নাস্তিক না হয় বেনামাজি মানুষ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT