4:23 pm , June 3, 2023
মহানগর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে দোষারোপ করেছেন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মো. কামরুল আহসান রুপন মহানগর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে দোষারোপ করেছেন। তাকে বিএনপির কেন্দ্রীয় কমিটির দেয়া কারন দর্শানোর (শোকজ) নোটিশের জবাবে দোষারোপ করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন নির্দিষ্ট সময়সীমা শুক্রবার রাত ১০টার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির শোকজের জবাব দিয়েছেন জানিয়েছেন। নোটিশের জবাবে রুপন উল্লেখ করেন, বরিশাল সিটি নির্বাচনের প্রার্থীতা ঘোষনার পর বিভিন্ন মিডিয়ায় মহানগর বিএনপির আহবায়ক কমিটির পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে “তিনি (রুপন) বিএনপির কেউ নন। মেয়র পদে নির্বাচন তার (রুপনের) নির্বাচন একান্তই ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করেছে।
তার পরেও তিনি (রুপন) সব সময় মিডিয়ায় বক্তব্য দিয়েছেন প্রার্থীতা প্রত্যাহারের পূর্বে বিএনপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসে তাহলে প্রার্থীতা প্রত্যাহার করবো।
রুপন জবাবে অভিযোগ করেন, মহানগর বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেয়া ও প্রত্যাহারের বিষয় নিয়ে কেউ কখনো যোগাযোগ করেনি।
বর্তমানে কোন সাংগঠনিক পদ-পদবী নেই উল্লেখ করে জবাবে তিনি জানিয়েছেন, বর্তমানে প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ নেই। এই মুহুর্তে দল যে সিদ্বান্ত দিবে তা মেনে নিবেন।
বরিশাল সিটি নির্বাচনে অংশ নেয়ায় বৃহস্পতিবার রাতে মেয়র পদের রুপনসহ সাধারন ও সংরক্ষিত কাউন্সিলর পদের ১৯ জনকে শোকজ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই নোটিশে জবাব ২৪ ঘন্টার মধ্যে দিতে নির্দেশ দেয়া হয়েছিলো।
নোটিশের জবাবে রুপনের দায়ী করা প্রসঙ্গে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ বলেন, সে বিএনপি পরিবারের সন্তান। সারা দেশের মানুষ জানে নিশিরাতে এ সরকারের বিরুদ্ধে বিএনপির কেউ অংশ নেবে না। সে যদি বিএনপিকে ভালবাসতো। তাহলে নির্বাচনে অংশ নিতো না।
মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্বান্ত। বিএনপির সবাই জানে। ঘরে ঘরে গিয়ে তো বলার কিছু নেই।