যারা গুম, খুন করে তাদের ভোট বরিশালে নেই -তাপস যারা গুম, খুন করে তাদের ভোট বরিশালে নেই -তাপস - ajkerparibartan.com
যারা গুম, খুন করে তাদের ভোট বরিশালে নেই -তাপস

4:20 pm , June 3, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন, যারা বিরোধী দলকে রাজনীতি করতে সুযোগ দেয়না, নির্বিচারে হামলা,মামলা আর গুম খুনের রাজনীতি করে তাদের এবার ব্যালটের মাধ্যমে জবাব দেবে নগরবাসী। বরিশালে বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের উদ্দেশ্য বলেন, আপনারা যদি রাগ হয়ে ঘরে বসে থাকেন তাহলে নির্বাচন থেমে থাকবেনা। সামনে জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই মাঠে থাকবেন। আপনারা ভোটদানে বিরত থাকলে নৌকার প্রার্থী বিজয়ী হলে সে সময় কি অবস্থা হবে সেই চিন্তা করবেন আর ভোট কেন্দ্রে  এসে ব্যালটে জবাব দেবেন। গাজীপুরবাসী ভুল করেনি, আপনারাও ভুল করবেন না। আমি বিশ্বাস করি ভোটাররা ভোট দিতে পারলে নৌকা আর জেগে উঠবেনা। তিনি বরিশালবাসীকে জেগে উঠার আহবান জানান।  শনিবার সকালে সদররোড, কাকলীর মোড়, বরিশাল প্রেসক্লাবের প্রধান প্রধান সড়কে গণ সংযোগের পর তিনি সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, রফিকুল ইসলাম গফুর, এস এম রহমান পারভেজ, এম এ  জলিল, নজরুল ইসলাম হেমায়েত, অধ্যাপক গিয়াস,  রফিকুল ইসলামসহ প্রমুখ। সেনা মোতায়েন ও প্রশাসনের রদবদল দাবী তাপসের সিটি করপোরেশন নির্বাচনে ইকবাল হোসেন তাপসের শ্লোগান হচ্ছে হিরণের বরিশাল, তাপসের অঙ্গীকার/ লাঙলের অঙ্গীকার। এ শ্লোগান নিয়ে বরিশাল ফরএভার লিভিং সোসাইটির সেবামূলক কার্যক্রমে নগরীর ৩০ ওয়ার্ডে জনপ্রিয় হয়ে উঠেছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। তিনি নগরীর খালগুলো পুনরুদ্ধারের পাশাপাশি হোল্ডিং ট্যাক্স সংশোধনসহ আধুনিক ও স্মার্ট বরিশাল গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন নগরবাসীকে।
তাপস বলেন, আমি নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স সহনীয় মাত্রায় নিয়ে আসার পাশাপাশি নগরবাসীর জন্য বিশুদ্ধ পানির নিশ্চয়তা আগে করবো।
প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, সিটিবাসী যদি বিশুদ্ধ পানির নিয়মিত সাপ্লাই থাকতো তাহলে অতিরিক্ত টাকা খরচ করে কেউ টিউবওয়েল বসাতো না, যা ভূগর্ভস্থ পানির লেয়ার ধংস করছে এবং যা আগামীর বাংলাদেশ ও আগামীতে বরিশালের পরিবেশের জন্য হুমকির।
তাই আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে বরিশাল শহরের জন্য বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT