দৌলতখানে যুবদল নেতার মিলাদে যাবার পথে লাশ হলেন দুই যুবদল নেতা দৌলতখানে যুবদল নেতার মিলাদে যাবার পথে লাশ হলেন দুই যুবদল নেতা - ajkerparibartan.com
দৌলতখানে যুবদল নেতার মিলাদে যাবার পথে লাশ হলেন দুই যুবদল নেতা

3:44 pm , June 2, 2023

ভোলা প্রতিবেদক ॥ দৌলতখানে সহকর্মী যুবদল নেতা সিহাবের মৃত্যুবার্ষিকীর মিলাদে যোগ দেয়া হলোনা আলম এবং কালামের। তারাও মটরসাইকেল দূর্ঘটনায় বন্ধু সিহাবের মত পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন।
শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার খায়েরহাট রাস্তার মাথার বোর্ডের ঘর সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ঐ সময় দৌলতখান মার্কাজ মসজিদে যুবদল নেতা সিহাব এর মিলাদে অংশ নিতে মটরসাইকেল যোগে রওনা দেয়। মটরসাইকেলটি বোর্ডের ঘর সংলগ্ন আসলে বিপরীত দিক থেকে আসা অটোর সাথে সংঘর্ষ হয়। ফলে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনার পথে মো: আলম মারা যায়। কিছুক্ষন পরেই হাসপাতালে আবুল কালামও মারা যায়।এ ঘটনায় অপর একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
দৌলতখান থানার ওসি মো: জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনা পরিবারের পক্ষ থেকে কোন মামলা করতে রাজি হচ্ছে না। ফলে একটি ইউডি মামলা হয়েছে। লাশ নিহতর পরিবার এর নিকট হস্তান্তর করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT