3:44 pm , June 2, 2023
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে নতুন মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকায় স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লিদের উদ্যোগে ২ জুন শুক্রবার সকাল ১০ টায় এ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকার কিসমত গ্রামের শামিম হোসেন হাওলাদার ও আব্দুর রাজ্জাক হাওলাদার তাদের প্রায় ১২ শতাংশ পৈত্রিক সম্পত্তি এ মসজিদ নির্মাণে দান করেন। চাঁদপাশা কিসমত জামে মসজিদ নামে এ মসজিদের ভবন নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেন বরিশাল ক্যাডেট কলেজের অধ্যাপক মোঃ মাসুদ হাসান। এছাড়াও স্থানীয়দের আর্থিক সহায়তায় চাঁদপাশা কিসমত জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মাষ্টার মোঃ শাহজাহান হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল ক্যাডেট কলেজের অধ্যাপক মাসুদ হাসান। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা দিদারুল ইসলাম। উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য হালিম হাওলাদার, চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সমাজ সেবক কায়েস উদ্দিন মীর, জাহাঙ্গীর হোসেন(খোকন), মনিরুল ইসলাম, সমাজ সেবক আব্দুল হক চৌকিদার, সমাজ সেবক আদম আলী হাওলদার, আ’লীগ নেতা আজাহার আলী মল্লিক, ফয়সাল হোসেন, শাহেদা হাওলাদার।