আমি বিজয়ী হলে সকল দল ও মতের মানুষের জন্য নিরাপদ নগরী হবে বরিশাল : ফয়জুল করিম আমি বিজয়ী হলে সকল দল ও মতের মানুষের জন্য নিরাপদ নগরী হবে বরিশাল : ফয়জুল করিম - ajkerparibartan.com
আমি বিজয়ী হলে সকল দল ও মতের মানুষের জন্য নিরাপদ নগরী হবে বরিশাল : ফয়জুল করিম

3:42 pm , June 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ইসলাম সব সময় শান্তির বার্তা দেয়। দলাদলি, দুর্নীতি, ত্রাসের রাজনীতি এবং জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ লোপাট করার শিক্ষা ইসলাম দেয় না। সুতরাং আমরা যেহেতু ইসলামী রাজনীতি করি সেহেতু আমি মেয়র হিসেবে বিজয়ী হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য অনুযায়ী বরিশালের দল ও মতের মানুষের জন্য বরিশালকে নিরাপদ নগরী হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।
মুফতী ফয়জুল করীম বরিশাল সদরের বাসিন্দা হয়ে হঠাৎ সিটিতে ভোট ট্রান্সফার করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন? গণমাধ্যম কর্মীদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়র প্রার্থীদের মধ্যে আমিই বরিশাল সদরের বাসিন্দা। সে হিসেবে এখানে নির্বাচন করার অধিকার সবার থাকলেও আমার অগ্রাধিকার অন্যদের তুলনায় বেশি হবার কথা।
শুক্রবার নথুল্লাবাদ সিদ্দিকী জামে মসজিদে জুম্মার সালাত আদায়ের পর মসজিদ প্রাঙ্গনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথা বলেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT