3:38 pm , June 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রচারনা শুরু করেছে ১৪ দল। শুক্রবার বিকেলে ১৪ দলের নেতৃবৃন্দ প্রচারনা শুরু করেছে বলে ওয়ার্কার্স পার্টির বরিশাল মহানগর সদস্য শামিল শাহরুখ তমাল জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার বিকেল থেকে ১৪ দলের নেতৃবৃন্দ সিটি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে প্রচারনা শুরু করেছেন। নগরীর ফকিরবাড়ী রোড থেকে প্রচারনা শুরু করা হয়।
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে সাধারন মানুষের মাঝে নৌকার প্রার্থীর লিফলেট বিতরন করেন। এ সময় নৌকা প্রতীকে ভোট দেয়ারও আহবান জানানো হয়েছে।
প্রচারনাকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সভাপতি নজরুল হক নিলু, সাধারন সম্পাদক শেখ টিপু সুলতান, সদস্য মোজাম্মেল হক ফিরোজ, মোতালেব হাওলাদার, জাসদের এ্যাড. আব্দুল হাই মাহাবুব, ন্যাপের সাজ্জাদ আহম্মেদ, সাম্যবাদী দলের আব্দুর রাজ্জাক ভুইয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও নৌকা প্রতীকের নির্বাচন সমন্বয়কারী এ্যাড. কেবিএস আহম্মেদ কবির ও এ্যাড. আনিসউদ্দিন আহম্মেদ শহীদ প্রচারনায় অংশ নিয়েছেন।