শেরই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে হত্যার হুমকিতে থানায় অভিযোগ শেরই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে হত্যার হুমকিতে থানায় অভিযোগ - ajkerparibartan.com
শেরই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে হত্যার হুমকিতে থানায় অভিযোগ

3:36 pm , June 2, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বিএম কলেজের বিপরীতে শেরই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে খুন জখমের অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বৃহস্পতিবার কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
মামলার অভিযোগে আসামী হারুন অর রশিদ শেরই বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের পিছনের নগরীর খালপাড় এলাকার বাসিন্দা। এছাড়াও অজ্ঞাতনামা আরো ৩ জনকে আসামী করা হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুন্নেছা।
অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকাকালীন হারুন অর রশিদ ত্রিশ লাখ টাকাসহ শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১২টি ল্যাপটপ আত্মসাত করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের পিছনের গেটে তাকে পেয়ে ল্যাপটপ ফেরত চায় বর্তমান প্রধান শিক্ষক। তখন হারুন অর রশিদ ক্ষুদ্ধ হয়ে তাকে অকথ্য ভাষায় গালি দেয়। এক পর্যায়ে অজ্ঞাতনামা আরো কয়েকজন এসে আশরাফুন্নেছাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় তার ডাকচিৎকারে বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে প্রধান শিক্ষিকাকে শ্লীতাহানি করে। অন্যান্য শিক্ষকরা এগিয়ে এলে তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছেন হারুন অর রশিদসহ তার সহযোগিরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT