4:47 pm , June 1, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, সাধারণ গণ পরিবহনে আমাদের মা-বোনদের সম্মান ও নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা কোনভাবেই সম্ভব হয়ে ওঠেনা। আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে সেদিকে লক্ষ্য রেখে নারীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় বরিশালে ‘নারীদের জন্য বিশেষ পরিবহন’ সার্ভিস ব্যবস্থা করা হবে এবং গণ পরিবহনে নারীদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর জিলাস্কুল মোড় এলাকায় গণ সংযোগকালে উপরোক্ত কথা বলেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। জিলাস্কুল থেকে সদর রোড হয়ে জেলখানা মোড় পর্যন্ত গণ সংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় তিনি উন্নয়নের স্বার্থে হাতপাখা প্রতীকে ভোট দেয়ার জন্য অনুরোধ জানান। বিকেলে তিনি ২৭নং ওয়ার্ড বারইজ্জার হাট, ৩০নং ওয়ার্ডের শোলনা বাজার এবং ২৮নং ওয়ার্ড কাশিপুর বাজার এবং কাউনিয়া আব্দুর রব সেরনিয়াবাত কলেজ এলাকায় গণসংযোগ করেন।