বরিশালে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ বরিশালে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ - ajkerparibartan.com
বরিশালে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ

4:42 pm , June 1, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বয়ে যাচ্ছে মৃদু তাপ প্রবাহ। গত কয়েক দিন ধরেই নগরীসহ গোটা বিভাগে চলছে অসহনীয় গরম। একদিকে গরম অন্য দিকে প্রায় প্রতি ঘন্টায় লোডশেডিং সব মিলিয়ে নগরীর মানুষ তীব্র গরমে দিশেহারা। বৃহস্পতিবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। ঘূর্নিঝড় মোখার পর এটিই বরিশালের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
বরিশাল আবহাওয়া অফিস বলছে গরমের এ ধারা আগামী ৩/৪ দিন অব্যাহত থাকবে। এই সময়ের মধ্যে সামান্য গুড়ি গুড়ি বৃষ্টির হলেও গরমের আধিক্য কমবে না।
তবে আশার খবর হচ্ছে ৮/১০ জুনের পর প্রত্যাশিত বর্ষা শুরু হবে। কমে যাবে গরমের আধিক্য। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক প্রনব কুমার বলেন আজ বৃহস্পতিবারও বরিশালে বৃষ্টির সম্ভাবনা ছিলো কিন্তু হয়নি। এমন ভাবে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিনেও আছে। কিন্তু বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমবে না। সহনশীল তাপমাত্রা হবে ৮/১০ জুনের পর। তিনি বলেন, বলা যায় মধ্য জুনের পর পরই বর্ষা কালের আবহ তৈরী হবে। স্বাভাবিক হবে বরিশালসহ সারা দেশে তাপমাত্রা। প্রসঙ্গত ৩৬ থেকে ৩৮ ডিগ্রী তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ বলে অভিহিত করে আবহওয়া অফিস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT