নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সকল অপশক্তি দূর হয়েছে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সকল অপশক্তি দূর হয়েছে - ajkerparibartan.com
নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সকল অপশক্তি দূর হয়েছে

4:40 pm , June 1, 2023

হেলাল উদ্দিন ॥ ২০১৮ সালের ডিসেম্বর মাসের পর থেকে রাজনৈতিক নোংরা হস্তক্ষেপের শিকার হয়েছিলো বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল। মালিক সমিতি জিম্মি ছিলো সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও তার অনুসারী কয়েকজন নেতার হাতে। সমিতিতে অবৈধভাবে সদস্য নেওয়া, কাউন্টার দখল ও চাঁদাবাজী সবই হয়েছে মেয়র সাদিকের নেতৃত্বে। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নথুল্লাবাদ বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন। তিনি মালিক সমিতির সাধারন সম্পাদক কিশোর কুমারকে উদ্দেশ্য করে বলেন, মেয়র সাদিক আবদুল্লাহর কাছে জিম্মি ছিলো মালিক সমিতি। সকল সিদ্ধান্ত কালি বাড়ির বাসায় বসে নিতেন সাদিক। কিশোরকে বাসায় ডাকতো শুধু স্বাক্ষর করার জন্য। এ সময় সমিতির সাধারন সাধারন সম্পাদক কিশোর কুমার দে অকপটে এসব অভিযোগ স্বীকার করেন। তিনি বলেন আমার বিরুদ্ধে এখন অনেক অভিযোগ উঠেছে। সত্যি বলতে আমি অসহায় ও জিম্মি ছিলাম। সমিতিতে আমার কোন নিয়ন্ত্রন ছিলো না। এখানে সব কিছু হয়েছে মেয়র সাদিকের ইচ্ছায়। আফতাব এ সময় কিশোর দে’র কথার সাথে যোগ করে বলেন, এখানে আর চাঁদাবাজী থাকবে না। নথুল্লাবাদ বাস টার্মিনাল হবে শতভাগ দুর্নীতিমুক্ত। যাত্রীদের সেবা দেওয়াই হবে আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। সংবাদ সম্মেলনে সভাপতি আফতাব হোসেন আরো বলেন, মেয়র সাদিকের চাঁদাবাজির আরেকটি চিত্র হলো কাশিপুরে বাস টার্মিনাল স্থানান্তর। তিনি বলেন, কাশিপুরে যেখানে বাস টার্মিনাল স্থানান্তর করতে চেয়েছেন সেই জমি হচ্ছে ট্রাক টার্মিনালের জন্য নির্ধারিত। মেয়র চাঁদাবাজী করতে সেই জায়গা জোর করে দখল করে বাস স্ট্যান্ড করেছেন। আমরা বর্তমান মালিক সমিতি অন্যের জমিতে বাসস্ট্যান্ড নেব না। আমরা যেখানে আছি সেখানেই থাকবো এবং ভালভাবে পরিচালনা করতে পারলে এখানেই খুব ভাল ভাবে থাকা যাবে। কোন যানজট হবে না বলেও নিশ্চিত করেন তিনি। আফতাব আরো যোগ করে বলেন, আল্লাহর অশেষ রহমতে কিছু দিন আগে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সকল অপশক্তি দূর হয়েছে। আমরা চেষ্টা করছি মালিক সমিতি ও টার্মিনালকে স্বাভাবিক পরিবেশের মধ্যে নিয়ে আসার। সংবাদ সম্মেলনে সমিতির অন্যান্য সদস্য ও বাস কাউন্টারের ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT