4:38 pm , June 1, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, জননেত্রী শেখ হাসিনা এই বরিশালকে নিয়ে স্বপ্ন দেখেন। শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। শেখ হাসিনার স্বপ্নের বরিশাল গড়তে হলে, তার মনোনীত ব্যক্তিকে বিজয়ী করতে হবে। বৃহষ্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে ছাত্রলীগের যৌথ সমন্বয় সভায় এ কথা বলেন তিনি। সভায় উপস্থিত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ছাত্রলীগ নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু ও জননেত্রীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রলীগের নেতাকর্মী তাদের দায়িত্ব পালন করবে এটা আমার প্রত্যাশা। তিনি বলেন, নেতৃত্বের বিকল্প নেই, যেখানে নেতৃত্বের ব্যতয় ঘটে সেখানে মানুষের সমস্যা, দুর্ভোগ হয়। এই ছাত্রলীগকেই আগামীর বাংলাদেশের নেতৃত্বে আসতে হবে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পী, সাধারন সম্পাদক সজল কুন্ডু, ঢাকা মহানগর উত্তরের সাধারন সম্পাদক সাগর আহম্মেদ শামীম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তিলোত্তমা সিকদার, সাবেক ত্রান ও দুর্যোগ সম্পাদক ইমরান জমাদ্দার, সাবেক আপ্যায়ন সম্পাদক আশরাফুল ইসলাম ফাহাদ, সাবেক উপ সম্পাদক সবুর খান, মেহেদী হাসান, সবুর খান কলিন্স, খাদিমুল বাশার জয়, সোলেমান হোসেন মুন্না ও এনামুল হক তানান, সাবেক সহ সম্পাদক রাশেদুল আলম আকাশ, অমিত কুমার দাস ও এম সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ মাসুদ মধু, পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। আর আগে বরিশালের এক সময়ের সক্রিয় ছাত্রলীগ কর্মী ইনান নিজ এলাকায় এলে সহস্রাধিক মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের নির্বাচনী প্রচারনায় ছাত্রলীগ সাধারন সম্পাদক ইনানসহ কেন্দ্রীয় কমিটির বিপুল সংখ্যক নেতা বৃহস্পতিবার নগরীতে আসেন। সভায় বরিশাল মহানগর, জেলাসহ বিভাগের ৬ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।