4:30 pm , June 1, 2023
আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণার ষষ্ঠ দিন ছিলো গতকাল। বরিশালের আকাশে বাতাসে সূর্যের প্রখরতা। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সারারাত গরমের তীব্রতায় অনেকেই ছিলেন নির্ঘুম। সকাল হতেই দিনের কর্মসূচিতে সবার আগে মাঠে নামেন নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে তার সহধর্মিণী লুনা আব্দুল্লাহ এবং লাঙ্গল প্রতীকের প্রার্থীর পক্ষে তার সহধর্মিণী ইসমত আরা ইকবাল। লুনা আব্দুল্লাহ সকাল দশটা থেকে নগরীর অমৃতলাল কলেজ এলাকায় এবং একই সময় ইসমত আরা ইকবাল নগরীর স্টিমারঘাট থেকে মুক্তিযোদ্ধা পার্ক হয়ে নদী তীরবর্তী বস্তি এলাকা ও কেডিসি কলোনীতে প্রচারণা চালান। সকাল সাড়ে দশটায় বরিশাল জিলাস্কুলের সামনের মোড় থেকে সদর রোডের দিকে প্রচারণা চালান হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। বেলা এগারোটায় টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী কামরুল আহসান রুপন লিফলেট বিতরণ করেন নতুনবাজার এলাকায়।
প্রচারণারকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান। মুফতি ফয়জুল করীম মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন দাবী করেন তিনি রিটার্নিং কর্মকর্তা বরাবরে আবেদনও করেছেন।
হাতেম আলী কলেজ চৌমাথা বাজার এলাকায় প্রচারণা চালাতে এসে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ করলেন একই অভিযোগ। তিনি বললেন, নবী রাসুলের নাম ব্যবহার করে হাতপাখা প্রার্থী নির্বাচনী আচরণ লঙ্ঘন করছেন। এসময় খোকন সেরনিয়াবাত আরো বলেন, আমি জনগণের উন্নয়ন করতে এসেছি, প্রতিপক্ষের বিরুদ্ধে কিছু বলতে চাইনা। আপনারা সাংবাদিকরা পাশে থেকে আমাকে সাহায্য করলে আমি বরিশালের উন্নয়ন করতে পারবো, উন্নয়ন করার সুযোগ দিন।
নতুন বাজার এলাকায় প্রচারণায় ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন অভিযোগ তুলে বলেন, আর যাই হোক বরিশালের নির্বাচন সুষ্ঠু হবে না।
নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শংকা থেকেই যায় দাবী করে জাতীয় পার্টির প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বরিশালের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের রদবদল দাবী করে আসছেন প্রথম থেকেই। তিনি বলেন, ইভিএম নিয়ে যতই গ্যারান্টি দিক তারা, যন্ত্রের নিয়ন্ত্রক নিয়েতো কোনো গ্যারান্টি দিতে পারবেন না।
এদিকে নিজের উপর আনীত অভিযোগ সম্পর্কে হাতপাখা প্রার্থী মুফতি ফয়জুল করীম বলেন, আমি আপাদমস্তক একজন ইসলামি লেবাসের মানুষ। আমার দাঁড়ি আছে, মাথায় টুপি আছে। মুখে নবী করীম (সাঃ) এর প্রতি দুরুদ আছে। আমার প্রচারণায় নবী রাসুল এর নাম স্মরণ হবে এটাই স্বাভাবিক।