4:01 pm , May 31, 2023

বাউফল প্রতিবেদক ॥ বাউফলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার বগা ইউনিয়নের কৌখালী বাজারের ব্যবসায়ী মো. তারেক সিকদারের ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা চালানো হয়। হামলার পর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার তারেক সিকদার অভিযোগ করেন, স্থানীয় সুলতান মুহুরীর নির্দেশে তার ছেলে কবির, সাইদুল ও ভাইয়ের ছেলে বাচ্চুর নেতৃত্বে ৪০-৫০টি মটরসাইকেল যোগে ১০০-১২০ জনের একটি দল এ হামলা চালানো হয়। হামলাকারীরা ফ্রিজ ও টিভিসহ ৫-৬ লাখ টাকার মালামাল ভাংচুর করে এবং নগদ ১ লাখ টাকা নিয়ে যায়। এছাড়াও তারেক সিকদারের মালিকানাধীন একটি অটো গ্রেজ এবং দুইটি ঘরে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ঘরের দরজা-জানালা কুপিয়ে ত্রাসের সৃষ্টি করে। তারেক সিকদার আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে সুলতান মুহুরী বলেন, হামলার সাথে আমরা জড়িত নই। নিজেদের মধ্যে অভ্যন্তরীন বিরোধের জেরে নিজেরা হামলা করে তাকে দোষারোপ করছে। বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিরু মিয়া বলেন, হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।