4:01 pm , May 31, 2023

বিশেষ প্রতিবেদক ॥ ক্রমশ ভয়ংকর হয়ে উঠেছে মনীষা চক্রবর্তীর পৈতৃক ভিটায় আশ্রিত প্রতিপক্ষ। অজ্ঞাত প্রভাবশালীর ছত্রছায়ায় দাঁড়িয়ে তারই বাড়িতে আশ্রিত সাবেক কেয়ারটেকার মজিবর গাজীসহ সন্ত্রাসীরা হুমকী হামলা শেষে ক্ষিপ্ত হয়ে এবার গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ কোটি টাকার মাছ হত্যা করেছে। মনীষার পক্ষে প্রশাসনের সহযোগিতা থাকার কারণে তারা এখন বেপরোয়া হয়ে এসব করছে বলে অভিযোগ করেছেন মনীষা চক্রবর্তী। এ ঘটনার প্রতিবাদে বুধবার বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব মনীষা চক্রবর্তী জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে নিজ কার্যালয়ে প্রতিবাদ সভা ও বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাকেরগঞ্জের শ্যামপুরে ২০২০ সাল থেকে বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর পৈতৃক জমিতে এলাকার মানুষের জনকল্যাণ ও কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের পরিচালনায় একটি কৃষি খামার, স্বাস্থ্যকেন্দ্র ও পাঠাগার নির্মাণের কাজ শুরু হয়। গতকাল শেষরাতে মানবতার কৃষি খামারে মজিবর গাজীসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী মোটরসাইকেলে করে চারটি পুকুরে প্রায় ২০ প্যাকেট বিষ (ডিডিটি) ছুড়ে মারে। খামারের কর্মচারী রাজিব টের পেয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায় কিন্তু ডিডিটি বিষের প্রয়োগে খামারের পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। এতে খামারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।