4:00 pm , May 31, 2023

ঢাকা-বরিশাল নৌ রুট
নিজস্ব প্রতিবেদক ॥ ঈদুল আযহা উপলক্ষ্যে ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। ফলে বিগত সময়ের নিষেধাজ্ঞা ভেঙ্গে এবার লঞ্চে অনায়াসে মোটরসাইকেল পারাপার করতে পারবেন মালিকরা। মোটরসাইকেল পারাপারে নির্ধারিত কোন ভাড়া না থাকলেও লঞ্চ মালিকরা বলছেন এক জন যাত্রীর ডেকের সম পরিমান ভাড়া রাখা হবে একটি মোটরসাইকেল পারাপারে। বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত গ্রহীত হয়। সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মন্ত্রীর বরাত দিয়ে একাধিক লঞ্চ মালিক বলেন, প্রতিমন্ত্রী বলেছেন লঞ্চে মোটরসাইকেল বহন করার জন্য। বিআইডব্লিউটিএকে বলেছে যতটুকু পারা যায় অ্যাডজাস্ট করার জন্য। বরিশাল-ঢাকা রুটের সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু বলেন, এতদিন লঞ্চে মোটরসাইকেল নেওয়া বা পারাপার বন্ধ ছিলো। কিন্তু যাত্রী সাধারনের কথা চিন্তা করে মালিক ও বিআইডব্লিটিএ এর সাথে আলোচনা করে লঞ্চে মোটরসাইকেল বহনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তাই আমরা এই কুরবানীর ঈদ থেকে লঞ্চে মোটরসাইকেল বহন করবো। ভাড়ার বিষয়ে তিনি বলেন, মোটর সাইকেলের জন্য নির্ধারিত কোন ভাড়া নেই। তবে আমরা একটি মোটরসাইকেলে একজন ডেকের যাত্রীর ভাড়া নেবো। সম্ভব হলে এর চেয়েও কম নেবো। মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।