3:57 pm , May 31, 2023

বিশেষ প্রতিবেদক ॥ আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মাইকিং ও পোস্টার প্রদর্শনীর প্রতিযোগিতায় নেমেছে ইজিবাইকগুলো। সদর রোডে প্রবেশ নিষিদ্ধ হলেও এখন বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচারণার জন্য মাইকিং বা পোস্টার গায়ে লাগিয়ে অনায়াসে ঘুরছে সদর রোডসহ নগরীর অলিগলি। ৩০ ওয়ার্ডে এখন ৩০ হাজার প্রায় ইজিবাইক ও অটোরিকশা ঘুরে বেড়াচ্ছে পোস্টার আর মাইকিং নিয়ে। সরেজমিনে বুধবার নগরীতে দেখা গেছে এই চিত্র। এমনিতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সবাই বেশ নিয়ম মেনে প্রচার প্রচারণা চালাচ্ছেন। বেলা দুটো থেকে তাদের মাইকিং শুরু হয় এবং রাত ৮টা পর্যন্ত চলমান থাকে। আর এই মাইকিং ও পোস্টারিং এর সুযোগ নিয়ে শহরে অগণিত ইজিবাইক চলাচল শুরু করছে বলে জানান চৌমাথা বাজার সংলগ্ন ট্রাফিক কনস্টেবল। নির্বাচনের দোহাই দিয়ে চলছে এসব যানবাহন। যার বেশিরভাগই অবৈধ চলাচল। তারপরও তারাও এটা নিয়ন্ত্রণে ব্যর্থ বলে জানান তিনি। ট্রাফিক পুলিশ পরিদর্শক বিদ্যুৎ বলেন, মহানগরের বিষয় সিটি করপোরেশনের। আমাদের নয়। আর বরিশাল সিটি করপোরেশন গত দুই মাস ধরে খুড়িয়ে খুড়িয়ে চলছে কোনোরকম। কারণ মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনির্দিষ্টকালের ছুটিতে আছেন বলে জানা গেছে। তার অনুপস্থিতিতে নানারকম সংকটে জর্জরিত বিসিসি এখন। এদিকে দেখার সময় নেই কারো। এদিকে নগরীতে সকালে মাইকিং নিষিদ্ধ। বেলা ২টা থেকে মাইকিং শুরুর আগে প্রায় সব কাউন্সিলর ও মেয়র প্রার্থীর পোস্টার সম্বলিত ইজিবাইক, অটোরিকশা ও মহেন্দ্র ঘুরে বেড়াতে দেখা গেছে নগরীর সদর রোডসহ অলিগলিতে। এ বিষয়ে আর কোনো কথাই বলতে রাজী নন ট্রাফিক বিভাগের কর্মকর্তারাও।