মহিপুরে স্ত্রীকে হত্যার পর ফেলে দেয়া হলো পুকুরে মহিপুরে স্ত্রীকে হত্যার পর ফেলে দেয়া হলো পুকুরে - ajkerparibartan.com
মহিপুরে স্ত্রীকে হত্যার পর ফেলে দেয়া হলো পুকুরে

4:02 pm , May 30, 2023

কুয়াকাটা প্রতিবেদক ॥  মহিপুরে দাম্পত্য কলহের জেরে দুই সন্তানের জননী মমতাজ বেগম (৪৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী শাহ আলম (৫৫) কে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই আবুল হাসেম বাদী হয়ে শাহ আলমের বিরুদ্ধে মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, ৩০ মে গভীর রাতে তার স্ত্রী মমতাজ বেগমকে ওড়না দিয়ে শ্বাস রোধ করে হত্যার পর নিজ বাড়ির পুকুরে ফেলে দেয় শাহ আলম। পরে পুলিশ গিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে শাহ আলম বেশ কয়েকবার  দাম্পত্য কলহের জেরে তার স্ত্রীকে নির্যাতন করতো।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার আবুল খায়ের জানান, আসামী শাহ আলমকে মঙ্গলবারই আদালতে প্রেরন করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT