দুই হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন সরোয়ার দুই হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন সরোয়ার - ajkerparibartan.com
দুই হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন সরোয়ার

4:02 pm , May 30, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে ভালোবেসে তাদের স্ব-নির্ভরশীল হিসেবে গড়ে তুলতে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলো। তিনিই বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে দেশের মানুষের জন্য মধ্যপ্রাচ্য থেকে শুরু বহিঃবিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলো।
মঙ্গলবার দুপুরে নগরের পশ্চিম কাউনিয়া রোডস্থ আল-মদিনা জামে মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মোনাজাতের পূর্বে এসব কথা বলেন তিনি।দোয়া-মোনাজাত শেষে আল কোরআন ফাউন্ডেশনের আয়োজনে প্রায় ২হাজার দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।এসময়  মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আহসান কবীর হাসান, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।
এর আগে নগরের সদর রোডস্থ দলীয় কার্যলয়ের সামনে দক্ষিন জেলা বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে।সংগঠনের সদস্য সচিব আবুল কালাম শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক এনায়েত হোসেন বাচ্চু,সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, যুবদলের বিভাগীয় সহ-সভাপতি ও জেলা যুবদল সম্পাদক এইচএম তছলিম উদ্দিন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT