ভান্ডারিয়ায় টিন ও নগদ অর্থ সহায়তা বিতরন ভান্ডারিয়ায় টিন ও নগদ অর্থ সহায়তা বিতরন - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় টিন ও নগদ অর্থ সহায়তা বিতরন

4:01 pm , May 30, 2023

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ১শ’ ৩৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা নদমূলা ইউনিয়নের চরখালী চত্ত্বরে ভান্ডারিয়া উপজেলা পষিদের চেয়ারম্যান মিরাজুল ইসলামের প্রতিষ্ঠিত মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফউন্ডেশন এই সহয়তা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত ৩ পরিবারে প্রত্যেককে ৪ বান্ডিল ঢেউটিন ও নগদ ২০ হাজার টাকা এবং ১৩২ টি পারিবারে ১ বান্ডিল ঢেউটিন ও ৫ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন নদমূলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, নদমূলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমরান হোসেন তালুকদার, ইউপি সদস্য মনিরুল ইসলাম।
মহিউদ্দিন মহারাজ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আতঙ্ক বা ভয় পাওয়ার কিছু নেই আমরা সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং থাকবো। তিনি আরো বলেন, মহামারী করোনায়র সময় আমরা উপজেলা ৫২ হাজার পরিবারের বাড়িতে বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ^াস দেন।
প্রসঙ্গত, গত ২৪ মে সকাল ৫টার দিকে কালবৈশাখী ঝড়ে ভান্ডারিয়ায় নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে যায়। উড়িয়ে নিয়ে যায় ঘরের টিনের চালা ও বাজারের দোকানপাট।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT