২০ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমান বিপ্লব’র কর্মী সভা অনুষ্ঠিত ২০ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমান বিপ্লব’র কর্মী সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
২০ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমান বিপ্লব’র কর্মী সভা অনুষ্ঠিত

4:00 pm , May 30, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ২০ নং ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকের প্রার্থী আলহাজ¦ জিয়াউর রহমান বিপ্লব’র সমর্থনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যার পরে ওয়ার্ডের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তার বড় ভাই বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ জিয়াউল হক। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া প্রার্থী জিয়াউর রহমান বিপ্লব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন জিয়াউর রহমান বিপ্লব কাউন্সিলর থাকা অবস্থায় যে ভাবে ওয়ার্ডবাসীর সেবা করেছেন তা ওয়ার্ডের কোন প্রার্থীর পক্ষে সম্ভব না। তিনি করোনা মহামারির সময় প্রত্যোক ঘরে ঘরে গিয়ে মানুষের খোজ খবর নিয়েছেন। গভীর রাতেও কেউ কোন সমস্যায় পড়লে একটি ফেন করেই তাকে পাওয়া যেত। ওয়ার্ডে কেউ মারা গেলে কাউন্সিলর বিপ্লব সবার আগে পৌছাতেন। দাফন কাফনের ব্যবস্থা করতেন। তাই এবারও তাকে বিপুল ভোটে নির্বাচিত করার ঘোষনা দেন কর্মী ও সাধারন ভোটাররা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT