3:59 pm , May 30, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত হয়েছে। মঙ্গলবার নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে দক্ষিন জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠান হয়। বরিশাল জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আবুল কালাম শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ এ্যাড,বিলকিস জাহান শিরিন।
এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক এ্যাড,এনায়েত হোসেন বাচ্চুু,সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, অহেদুল ইসলাম প্রিন্স, বরিশাল বিভাগীয় যুবদল সহ-সভাপতি ও জেলা যুবদল সম্পাদক এ্যাড, এইচ.এম তছলিম উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।