3:58 pm , May 30, 2023

ওবায়দুল কাদেরের বহিস্কার চেয়ে মন্তব্য করায়
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের বহিস্কার চেয়ে মন্তব্য করায় দল থেকে বহিস্কার হলেন কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম মাসুম মৃধা। সোমবার বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের এক জরুরী সভায় সিদ্ধান্ত মোতাবেক তাঁকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তবে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোঃ খালেদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মৃধা মু.আক্তার উজ জামান মিলন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেদারপুর ইউনিয়ণ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম মাসুম মৃধাকে দল থেকে সাময়িক ভাবে বহিস্বার করা হয়েছে। জানাগেছে গেল ২৬ মে দেশেরে প্রথম সারির একটি গনমাধ্যমের অনলাইন ভার্সনে ”নৌকার পরাজয় মেনে বিজয়ী জায়েদা খাতুনকে অভিনন্দন জানালেন ওবায়দুল কাদের” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম মাসুম মৃধা মন্তব্য করে লিখেন “ওবায়দুল কাদেরের দল থেকে বহিস্কার চাই” মুহুর্তের মধ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে একাধিক ব্যক্তি মাসুম মৃধার ধৃষ্টতা নিয়ে প্রশ্ন তুলেন। এ সময় এমন মন্তব্য’র প্রতিবাদও করেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহাবুব আলম মাসুম মৃধার বহিস্কারও দাবী করেন একটি মহল।
মাসুম মৃধা বিষয়টি নিয়ে দুই দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে প্রচার করেন। তবে তার আইডি যেদিন হ্যক হয়েছে দাবী করেন ঠিক তার পরেও তার ফেসবুক আইডি থেকে আওয়ামীলীগের প্রচার করে বিভিন্ন পোস্ট দেওয়া হয় বলে দাবী করেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। এদিকে তাকে সাময়িক বহিস্বারের পর তিনি তার ফেসকুব আইডি হ্যাক হয়েছে মর্মে ৩০ মে মঙ্গলবার সকালে বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন।