4:14 pm , May 29, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জের শ্যামপুরে আবারও ডা: মনীষা চক্রবর্তীসহ বাসদ নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। মনীষার পৈতৃক ভিটা জবর দখল করে রাখা আশ্রিত মজিবর গাজী ও তার লোকেরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন মনীষা । ২৯ মে সোমবার বেলা ১১টায় এই হামলা ও জমি জবর দখলের প্রতিবাদে নগরীতে প্রতিবাদ সমাবেশ করেছে মনীষা চক্রবর্তীসহ বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ।
জানা গেছে, গত ২৮ মে রবিবার মনীষাসহ বাসদ নেতৃবৃন্দ তাদের নিজবাড়ির স্বাস্থ্যকেন্দ্র, পাঠাগার ও মানবতার কৃষি খামার প্রকল্পে সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্দেশ্যে যায়। এসময় তাদের প্রাক্তন বর্গাচাষী মজিবর গাজী ও শ্যামপুরের ইউপি সদস্য এনায়েত মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী কাজ করতে বাধা দেয়। তারা অতর্কিতভাবে ইট পাটকেল মারা শুরু করেন এবং সেই সাথে একদল সন্ত্রাসী দা, রামদা, শাবলসহ ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। হামলায় মনীষাসহ বাসদের ১০ জন নেতাকর্মী আহত হন এবং তারা বাকেরগঞ্জ থেকে তাৎক্ষণিক চিকিৎসা নেন।
পরবর্তীতে সোমবার সকালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহন করেন। এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় মনীষা চক্রবর্তী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে এনায়েত মেম্বারকে গ্রেফতার করেছে। তবে বাকি আসামীরা এখনো গ্রেফতার হয়নি বলে জানা গেছে। ইতিপূর্বে গত ৪ মার্চ এ সংক্রান্ত একই অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মনীষা।
হামলার প্রতিবাদে গতকাল নগরের সদররোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই বাসদের পক্ষ থেকে ডাক্তার মনীষা বাকেরগঞ্জে মানুষের জন্য একটি দাতব্য চিকিৎসাকেন্দ্র ও পাঠাগার নির্মাণে নিরলস প্রয়াস চালিয়ে আসছে। কিন্তু নিজেদের পৈতৃক জমিতে জনস্বার্থে একটি প্রতিষ্ঠান নির্মাণ করতে গিয়ে তিনি বারবার হামলার শিকার হচ্ছেন। এটা আইনের শাসনের দূরাবস্থাই প্রমান করে। এর আগেও এই কুচক্রীমহল দখলদারদের পক্ষে শহীদ সুধীর কুমার চক্রবর্তী স্মৃতি পাঠাগার ও স্বাস্থ্যকেন্দ্রে কেউ গেলে তাদের উপর হামলা চালাতে প্রচারনা চালিয়েছেন। ফলে এই ঘটনার পেছনে কোন প্রভাবশালী মহলের জড়িত থাকার সম্ভাবনা অত্যন্ত স্পষ্ট।
বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব মনীষা চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সংগঠক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সন্তু মিত্র, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সদস্য জাহাঙ্গীর কবির মুকুল ও তুষার সেন প্রমুখ।
সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল বরিশাল জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে এই ঘটনার বিচার দাবিতে স্মারকলিপি পেশ করেন।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু বলেন, আমি এই মুহুর্তে ঢাকায় আছি। মনীষার পৈতৃক সম্পত্তিতে কেয়ারটেকার হিসেবে ওই পরিবারকে দায়িত্ব দেয়া হয়েছিল। ওই পরিবার ওখানে খুব সম্ভব স্বাধীনতার আগে থেকে বসবাস করে। স্বাভাবিক ভাবেই তাকে উচ্ছেদ করতে হলে একটা সম্মানজনক উদ্যোগ নেয়া উচিত। আমি ফিরে বিষয়টির একটা সুরাহা অবশ্যই করবো।
এদিকে এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নিতে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ। তিনি বলেন, মনীষা চক্রবর্তীর পৈতৃক ভিটা নিয়ে সৃষ্ট জটিলতা আসলে আইনী প্রক্রিয়ায় মিটাতে হবে। এখানে প্রশাসনের করনীয় শুধু এটুকুই যে, তার জমিতে যাতায়াতে কেউ যেন তাকে বাধা দিতে না পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি।