বরিশালে আন্তর্জাতিক শান্তি রক্ষা দিবস উদ্যাপন বরিশালে আন্তর্জাতিক শান্তি রক্ষা দিবস উদ্যাপন - ajkerparibartan.com
বরিশালে আন্তর্জাতিক শান্তি রক্ষা দিবস উদ্যাপন

4:13 pm , May 29, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নানা আয়োজনের মধ্যে দিয়ে গতকাল বরিশালে আন্তর্জাতিক শান্তি রক্ষা দিবস উদ্যাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে পুলিশ লাইনসে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী সাফল্যের শীর্ষে অবস্থান করছে। আমাদের এই সৈনিকেরা মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান থেকে মায়া মমতা ত্যাগ করে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি রক্ষায় অংশগ্রহণ করছেন। শান্তিরক্ষা মিশন আরো সমৃদ্ধি ও সাহসিকতা নিয়ে এগিয়ে যাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। শান্তি রক্ষা মিশনে ১৬৭ জন সেনা সদস্য জীবন দিয়েছেন।
আলোচকরা আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত, শাসক ও শোষিত। আমি শোষিত মানুষের পক্ষে। আমরা আজ শুধু বাংলাদেশে শান্তি রক্ষা করিনা, বিশ্বে শান্তি রক্ষা মিশনেও কাজ করে যাচ্ছি।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ১০ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, বরিশাল রাডার ইউনিটের অধিনায়ক ক্যাপ্টেন খন্দকার মনোয়ারুল হক, র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম ও ইউনিসেফ বরিশাল ডিভিশনের চীফফিল্ড অফিসার আনোয়ার হোসেন।
আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT