4:11 pm , May 29, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ ইমো নম্বর হ্যাক করে টাকা দাবী করার অভিযোগ তুলে অজ্ঞাত প্রতারক চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বরিশালের ১২ নং ওয়ার্ড আমতলা মোড়ের বাসিন্দা মফিজুর রহমান চৌধুরী। চৌধুরী কটেজ নিবাসী মফিজুর রহমান চৌধুরী অভিযোগে জানিয়েছেন, গত ২৮ মে রবিবার বিকাল চারটার সময় নিজ ঘরে অবস্থান কালে কয়েকজন আত্মীয় স্বজন ফোন করে তার খোঁজ খবর নেন ও জানান- তার ইমো আইডি থেকে তাদের সবার কাছে তার অসুস্থতার কথা বলে অজ্ঞাতনামা ব্যক্তি, যার বিকাশ নাম্বার ০১৮৬২১৭৭৪৩৪ মফিজুর রহমান চৌধুরীর সুচিকিৎসার জন্য টাকা চায়।অজ্ঞাতনামা ব্যক্তি আমার সকল আত্মীয় স্বজন এবং বন্ধু মহলের কাছেও ম্যাসেজ করে টাকা চাচ্ছে বলে জানান তিনি। এ ঘটনায় তিনি বুঝতে পারেন কেউ একজন বা একাধিক অজ্ঞাতনামা ব্যক্তি তার ইমো আইডি হ্যাক করেছে এবং আত্মীয় স্বজনের কাছে টাকা চেয়ে তাকে সামাজিক ভাবে হেয় করার পায়তারা করছে। তৎক্ষনাৎ বিষয়টি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান মফিজুর রহমান চৌধুরী।