বিশ্বস্ততা ও তারুণ্যের জমজমাট লড়াই হবে বিশ্বস্ততা ও তারুণ্যের জমজমাট লড়াই হবে - ajkerparibartan.com
বিশ্বস্ততা ও তারুণ্যের জমজমাট লড়াই হবে

4:09 pm , May 29, 2023

নিজস্ব প্রতিবেদক  ॥ একদিকে  প্রায় ৩০  বছর  জনগণের প্রতিনিধিত্ব করা বিশ্বস্ত প্রার্থী,  অপরদিকে  ছেলেবেলা থেকে মানুষের সেবা  করে আসা ব্যতিক্রমি মনোভাবাপণ্য তরুণ প্রার্থী। নগরীর ৮ নং ওয়ার্ডে এমন দুই প্রার্থীর প্রচার প্রচারণায় মুখরিত নির্বাচনী পরিবেশ। এই ওয়ার্ডে প্রার্থীরা কেউ কারো প্রতি করেননি  কোন ধরনের বিরূপ মন্তব্য। একে অপরের প্রতি নেই কোন অভিযোগ। প্রায় হিন্দু-মুসলিম সমপরিমাণ  ভোটারের এই ওয়ার্ডের নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণই রয়েছে। গত ২৬ মে  আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর পর বর্তমান কাউন্সিলর মো. সেলিম হাওলাদার লাটিম প্রতীক নিয়ে ওয়ার্ডে প্রচার প্রচারণা শুরু করেছেন। অন্যদিকে তরুণ প্রার্থী এ্যাড. অরুন কুমার দাস ঘুড়ি মার্কা নিয়ে ওয়ার্ডে চালিয়ে যাচ্ছেন জমজমাট প্রচার প্রচারণা। সোমবার নির্বাচনী ওয়ার্ড পরিক্রমায়  ৮ নং ওয়ার্ডের পরিবেশ  কিছুটা এমনি দেখা গেছে । এই ওয়ার্ডে  একপক্ষের  সমর্থকদের দাবি ওয়ার্ডে কোন সমস্যা নেই, হয়েছে সকল ধরনের উন্নয়ন। অন্যদিকে  অপরপক্ষের সমর্থকরা জানায়, বিগত সময়ে বিরোধী দলীয়  মনোভাব রাখা  বর্তমান কাউন্সিলর প্রার্থী ওয়ার্ডে কোন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারেননি। আলাপে ভোটাররা জানায়, বর্তমান কাউন্সিলর সেলিম হাওলাদার  এই ওয়ার্ডে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি ওয়ার্ডের বড় একটি অংশের  অতি বিশ্বাসভাজন ও প্রিয় ব্যক্তিত্ব। দীর্ঘ সময় একটি স্থানে দায়িত্ব¡ পালন করলে  কিছু বিতর্কে নাম জড়াবে এটাই স্বাভাবিক। ওয়ার্ডে  লক্ষণীয় তেমন কোনো উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে না পারলেও  জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন সেলিম হাওলাদার। তাই তিনি ওয়ার্ডের একজন বিশ্বাসভাজন ব্যক্তি। ভোটারদের আর একটি অংশ জানায়, দীর্ঘদিন প্রতিনিধিত্ব করলেও  বর্তমান কাউন্সিলর  বিএনপি পন্থী হওয়ায়  ওয়ার্ডে কোন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারেননি। আওয়ামী লীগ মনোভাবাপন্নরা  তার কাছ থেকে সেবা পেয়েছে খুব কম। বিগত সময়ে  নাগরিক সেবা সঠিকভাবে বন্টনে ব্যর্থ হয়েছিলেন তিনি। ওয়ার্ডে রাস্তাঘাটের সমস্যা তেমন নেই, তবে রয়েছে ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতার সমস্যা। বর্তমান কাউন্সিলর  এই সমস্যা সমাধান তো দূরের কথা  একটি ড্রেনের ঢাকনাও ঠিক করে দেখেননি বিগত সময়ে। ওয়ার্ডে  অপরিচ্ছন্নতা ও মশার উপদ্রব রয়েছে। যা সমাধানও কোন ব্যবস্থা নেয়নি তিনি। আসন্ন ভোটে ওয়ার্ডের সাধারণ বাসিন্দারা  এমন প্রার্থী  চায় যে কিনা বিশ্বস্ততার সাথে সাথে এনে দেবে  জনগণের প্রাপ্য নাগরিক সেবা। এই ওয়ার্ডে  বিশ্বস্ততা ও তারুণ্যের  জমজমাট লড়াই হতে চলেছে বলে মন্তব্য করেন একাধিক ভোটার ।
সকল বিষয়ে আলাপ করা হয়  বর্তমান কাউন্সিলর  মো সেলিম হাওলাদার এর সাথে। তিনি বলেন, এবার নিয়ে  ঘর থেকে ছয় বারের মতো  নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। এর আগে পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর। এই ওয়ার্ডের মানুষ তাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে। শুধুমাত্র এই বিশ্বাসের জোরেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। জনগণের চাহিদাই তাকে নির্বাচনে অংশ নেয়ার অনুপ্রেরণা দেয়। সেলিম বলেন, ৮ নং ওয়ার্ডের জনগণ  বিগত দিন থেকেই  আনন্দের সাথে তার নির্বাচন করেন। এই ওয়ার্ডের মানুষ তাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। ওয়ার্ডে তেমন কোন সমস্যা নেই জানিয়ে সেলিম হাওলাদার আরো বলেন ,নানা প্রতিবন্ধকতা পার করেও  ওয়ার্ডের জনগণের চাহিদা  যথাসাধ্য পূরণের চেষ্টা করেছেন। এই ওয়ার্ডের জনগণ কখনোই তাকে দলমত হিসাব করে বিচার করেনি। তাই প্রতিবারই এই ওয়ার্ড থেকে দল মত নির্বিশেষে ভোট পান বলে জানান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি কোন অভিযোগ নেই। এমনকি কোন কেন্দ্র কে তিনি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন না । সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে  ৮ নং ওয়ার্ড থেকে  ষষ্ঠবারের মতো  কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার আশাবাদী তিনি ।
তরুণ ও নতুন প্রার্থী এ্যাড. অরুন কুমার দাস  বলেন , ছোটবেলা থেকেই  মানুষের সেবা করা তার পছন্দের কাজ । আর এই কাজে সিদ্ধহস্ত তিনি। ১৯৯৪ সাল থেকে  এ পর্যন্ত  ৭ হাজার মানুষকে  রক্ত দান করেছেন। প্রয়োজনে কোন মানুষ রক্তের খোঁজে তার কাছ থেকে আজ পর্যন্ত ফিরে যায়নি। এমন কাজে আত্ম তৃপ্তি পাওয়া অরুন কুমার বরিশাল জাতীয় লীগের খেলোয়াড়  ও জেলা ক্রিকেট টিমের  অধিনায়ক ছিলেন। মানুষের  সেবা করে যেহেতু আনন্দ পান  তাই নিজে একটি অবস্থান তৈরি করে এই কাজ করে যেতে চান অরুন কুমার। ব্যক্তিগত উদ্যোগে সেবা করা  কিছু তো কঠিন হলেও ,প্রতিনিধির স্থান থেকে তা করা অনেকটাই সহজ। ৮ নং ওয়ার্ডের মানুষ পরিবর্তন চায়। এমন পরিবর্তনের চাহিদা থেকেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচিত হতে পারলে  কাউন্সিলর এর সাথে সিটি কর্পোরেশনের মিলবন্ধন তৈরি করতে চান এই প্রার্থী। যা এতদিন ছিল না। যাতে করে সর্বোচ্চ উন্নয়ন সাধন করতে পারেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অবশ্যই ভালো মানুষ জানিয়ে কোন অভিযোগ নেই বলেন। প্রচার প্রচারনার পরিবেশ রয়েছে স্বাভাবিক। সমস্যা রয়েছে  যেমন জলাবদ্ধতা,মশার উপদ্রব, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ইত্যাদি। এ সকল সমস্যার কোন সমাধান বিগত দিনে হয়নি। নির্বাচিত হলে প্রথমেই সকল সমস্যা গুলো ধরে ধরে সমাধান করার আশাবাদী। অরুন কুমার দাস বলেন, জনগণই আমার শক্তি।  তাই আসন্ন ভোটে  পরিবর্তনের জোয়ার আসবে  ৮ নং ওয়ার্ডেও। সুষ্ঠু নিরপেক্ষ ভোটে  নির্বাচিত হয়ে  জনগণের সেবায় নিজেকে উজাড় করতে চান এই তরুণ প্রার্থী । উল্লেখ্য ,৮ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৭ শ  জন। দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT