4:05 pm , May 29, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনে ভোট নেয়ার ইভিএম এসে পৌঁছেছে। গাজীপুর থেকে সোমবার বিকেলে দেড় হাজার ইভিএম বরিশালে পৌঁছেছে বলে সহকারী রির্টানিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন। তবে এখনো এসে পৌঁছেনি নগরীর ১২৬ কেন্দ্রের সিসি ক্যামেরা। সহকারী রির্টানিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহৃত ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন বরিশাল এসে পৌঁছেছে। বিকেলে ১ হাজার ৫০০টি ইভিএম এসে পৌঁছেছে। এসব বরিশাল শিল্পকলা একাডেমিতে রাখা হয়েছে। তিনি আরো জানান, গাজীপুরে যে ইভিএম দিয়ে ভোট গ্রহণ করা হয়েছে বরিশালে সেই মেশিনেই ভোট দেবেন ভোটাররা। বরিশালের এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে ইতিমধ্যে প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে ইভিএমের উপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। রির্টানিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, এসব মেশিন বরিশাল শিল্পকলা একাডেমিতে সংরক্ষন করা হয়েছে। এখান থেকে ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। নির্বাচনে প্রতিটি ভোট কক্ষে ১টি এবং প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে দুটি ক্যামেরা স্থাপন করা হবে। সে হিসাবে ৩০ টি ওয়ার্ডে ১২৬ টি কেন্দ্রে ২৫২ টি এবং ৮৯৪ টি কক্ষে একটি টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সেই হিসেবে সিসি ক্যামেরা প্রয়োজন হবে ১ হাজার ১৪৬ টি। যা এখনো এসে পৌছায়নি।