4:10 pm , May 28, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি নির্বাচনী কোন কার্যক্রমে অংশ না নিতে ওয়ার্ডের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে বিরত থাকতে চিঠি দেয়া হয়েছে। শনিবার রাতে মহানগন বিএনপি নগরীর ৩০ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে এই চিঠি চিঠি দিয়েছে। যার সত্যতা স্বীকার করে মহানগর বিএনপির আহবায়ক কমিটির দপ্তরের দায়িত্বে থাকা জাহিদুর রহমান রিপন বলেন, এ চিঠি নগরীর ৩০ ওয়ার্ড বিএনপির আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবকে দেওয়া হয়েছে। মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই সরকারের অধীনে কোন প্রহসনের নির্বাচনে অংশ নেবে না। ধারাবাহিকতায় বরিশাল সিটি নির্বাচন বর্জন করেছে মহানগর বিএনপি। নির্বাচনের যে কোন কার্যক্রমে আপনার ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হইলো। একই সাথে নির্বাচনের ভোটারদের ভোট দিতে নিরুৎসাহিত করার নির্দেশনা দেয়া হয়েছে। যারা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহন করবে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। চিঠিতে ১০ দফা দাবী বাস্তবায়ন ও সরকার পতনের আন্দোলনকে জোরদার করার আহবান জানানো হয়েছে।